তবে চার নম্বরে বিরাটের হাতে অপশন রয়েছে। যাঁর নাম সবার প্রথম উঠে আসছে, তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি। যাঁকে এই জায়গায় খেলানোর কথা বিশ্বকাপের আগে থেকেই চলে আসছে। প্রাক্তনরা একমত, ওই জায়গাতে মাহি ছাড়া অন্য কোনও নাম হতে পারে না। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে চার নম্বরে ব্যাট করতে নেমে শতরান করেছিলেন প্রাক্তন অধিনায়ক।
advertisement
এরপরেও কোহলির হাতে থাকছেন হার্দিক পান্ডিয়া, কেদার যাদব, বিজয় শঙ্কর এবং দীনেশ কার্তিকের নাম। অস্ট্রেলিয়া ম্যাচে পিঞ্চ হিটার হিসেবে ক্লিক করেছেন পান্ডিয়া। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে খুশি সচিনের মতো প্রাক্তনও। তিনি চার নম্বরে হার্দিকেই চাইছেন। কিউই পেস অ্যাটাকের সামনে আবার বিরাট তুলে আনতে পারেন বিজয় শঙ্করকেও। ফলে সব সম্ভাবনা মাথায় নিয়েই ট্রেন্ট ব্রিজে তৈরি টিম ইন্ডিয়া। অপেক্ষা এখন টসের।
advertisement
আরও দেখুন
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 12, 2019 7:35 PM IST