TRENDING:

CWC 2019: টিম ইন্ডিয়ার স্পেশ্যাল ফ্যানকে প্রথম আবিষ্কার করেন সৌরভই, মুহূর্তে ভাইরাল ঠাকুমা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বার্মিংহ্যাম: মঙ্গলবার এজবাস্টনে বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে টিম ইন্ডিয়ার সেমিফাইনালে ওঠার দিন মাঠে এবং মাঠের বাইরে সকলের মন জয় করলেন, একজন ৮৭ বছরের ঠাকুমা ৷ নাম তাঁর চারুলতা প্যাটেল ৷ গ্যালারিতে হুইলচেয়ারে বসে যেভাবে তিনি গোটা ম্যাচ জুড়ে টিম ইন্ডিয়ার হয়ে গলা ফাটালেন, তাতে মুগ্ধ প্রত্যেকেই ৷ ম্যাচ শেষে তাঁর সঙ্গে গিয়ে আলাদা করে দেখা করে আসেন অধিনায়ক কোহলি এবং ম্যাচের সেরা রোহিত শর্মাও ৷
advertisement

মঙ্গলবার ধারাভাষ্য দেওয়ার ফাঁকে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ই গ্যালারিতে হুইলচেয়ারে বসে থাকা চারুলতাকে প্রথম আবিষ্কার করেন। তার কিছুক্ষণের মধ্যেই বাঁশি হাতে ৮৭ বছরের বৃদ্ধার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ চারুলতার ভেঁপু বাজানোর ছবি পোস্ট করেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনও। গ্যালারিতে পাশে বসে থাকা দর্শকরাও চারুলতা দেবীর সঙ্গে সেলফি-গ্রুফি তুলতেই ব্যস্ত ছিলেন ৷ গোটা গ্যালারি একাই মাতিয়ে রেখেছিলেন টিম ইন্ডিয়ার এই স্পেশ্যাল ফ্যান ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
CWC 2019: টিম ইন্ডিয়ার স্পেশ্যাল ফ্যানকে প্রথম আবিষ্কার করেন সৌরভই, মুহূর্তে ভাইরাল ঠাকুমা