সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, সংযুক্ত আরব আমিরশাহী (UAE) থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর মুম্বই বিমানবন্দরে হার্দিকের দুটি ঘড়ি আটক করেন কাস্টমস আধিকারিকরা ৷ ওই দুটি ঘড়ির ভারতীয় মুদ্রায় মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানা গিয়েছে ৷ ঘড়ি দুটি সঙ্গে থাকলেও সেগুলির কোনও রশিদ বা কাগজপত্র সঙ্গে ছিল না হার্দিকের ৷ আর তাতেই সমস্যায় পড়তে হয় তাঁকে ৷ বিমানবন্দরের কাস্টমস কর্তারা আটকে দেন ঘড়ি দুটি ৷
advertisement
দামি গাড়ি, ঘড়ি বা যে কোনও দামি, বিলাসবহুল জিনিসের দিকে হার্দিকের বরাবরেরই ঝোঁক রয়েছে ৷ এ কথা সকলেরই জানা ৷ তবে বিমানে ট্রাভেল করার সময়ে সঙ্গে কোনও দামি জিনিসপত্র থাকলে, সেগুলির যথাযথ কাগজপত্র থাকা প্রয়োজন ৷ এমনকী, সঙ্গে বেশি পরিমানে ক্যাশ থাকলেও বিমানবন্দরে সমস্যায় পড়তে হয় অনেক সময়ে৷
আরও পড়ুন- হার্ট থাকবে ভালো, স্বাস্থ্যও ঝরঝরে; শুধু কখন ঘুমোতে যেতে হবে?
যদিও এমন দামি সব ঘড়ি পরেও হার্দিককে খারাপ সময় দেখতে হচ্ছে। ফিটনেস নিয়ে সমস্যা প্রভাব ফেলেছে মাঠের পারফরম্যান্সে।