TRENDING:

MS Dhoni Fitness: ‘ম্যাচে রীতিমতো খোঁড়াচ্ছিলেন ধোনি, ছিল না সেই ক্ষিপ্রতাও...’; মাহির ফিটনেস নিয়ে উদ্বিগ্ন ম্যাথু হেডেন

Last Updated:

সিএসকে-র হয়ে এমএস ধোনি এবং রবীন্দ্র জাদেজা দুর্দান্ত ইনিংস খেললেও শেষরক্ষা হয়নি। রাজস্থান রয়্যালসের কাছে মাত্র ৩ রানে পরাজিত হয় চেন্নাই সুপার কিংস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই: চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ (আইপিএল ২০২৩)। দেশজুড়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তবে বুধবারের চেন্নাই সুপার কিংস (সিএসকে) বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ দেখে মন ভেঙেছে সিএসকে-র ভক্তদের। শুধু ভক্তরাই নন, এমএস ধোনির ফর্ম দেখে যেন সিঁদুরে মেঘ দেখছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান ম্য়াথু হেডেন। চার বারের আইপিএল চ্যাম্পিয়ন ধোনির ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। প্রসঙ্গত এক সময় সিএসকে-র হয়েই খেলেছিলেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ক্রীড়া তারকা।
advertisement

১২ এপ্রিল চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস। সিএসকে-র হয়ে এমএস ধোনি এবং রবীন্দ্র জাদেজা দুর্দান্ত ইনিংস খেললেও শেষরক্ষা হয়নি। রাজস্থান রয়্যালসের কাছে মাত্র ৩ রানে পরাজিত হয় চেন্নাই সুপার কিংস।

আরও পড়ুন- নামের আদ্যক্ষরেই লুকিয়ে থাকে ব্যক্তিত্ব ও সাফল্যের গোপন দিক! ‘P’ দিয়ে নাম শুরু হলে কেমন হবে জীবন?

advertisement

এই হারের পরেই মুখ খোলেন প্রাক্তন অস্ট্রেলীয় ব্যাটসম্যান। ম্যাথু হেডেন জানান, ৪১ বছর বয়সী এই উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান বাইশ গজের ময়দানে অত্যন্ত ক্ষিপ্র। কিন্তু রাজস্থান রয়্যালসের ম্যাচে তাঁর সেই ক্ষিপ্রতা দেখা যায়নি।

গত কালের ম্য়াচের পর সম্প্রচারকদের সঙ্গে আলাপচারিতায় ম্যাথু হেডেন বলেন, "যেন কিছুই হয়নি, এই মিথ্যা আশা আমরা ভক্তদের দিতে পারব না। আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে, এমএস ধোনি ঠিক নেই। কারণ এমনিতে দুই দিকের উইকেটের মাঝে যেভাবে বিদ্যুৎ গতিতে তাঁকে ছুটতে দেখা যায়, এদিন কিন্তু তা দেখা যায়নি।" তিনি আরও যোগ করেন যে, "ম্যাচ যত এগিয়েছে, আমরা ধোনিকে রীতিমতো খোঁড়াতে দেখেছি। এখানেই বেশ কিছু প্রশ্নচিহ্নও রয়েছে। আমি নিশ্চিত যে, এর জন্য এমএস ধোনিকে উত্তর দিতে হবে এবং মেডিক্যাল স্টাফও বিষয়টি দেখবেন।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

আসলে সিএসকে বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচে রবিচন্দ্রণ অশ্বিনের দুর্দান্ত বোলিংয়ের সাক্ষী থেকেছে গোটা দেশ। এর জন্য অবশ্য তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কারও পেয়েছেন। রীতিমতো বেকায়দায় ফেলে দিয়েছিলেন চেন্নাই সুপার কিংস-কে। সেই সময়েই ব্যাট করতে নামেন ধোনি। মাত্র ১৭ বলে ৩২ রান হাঁকিয়ে ম্যাচটাকে ঘুরিয়ে প্রায় জিতিয়েই এনেছিলেন। শেষ ওভারে সিএসকে-র জয়ের জন্য ২১ রানের দরকার ছিল। ২টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন ধোনি। শেষ বলে তখনও ৫ রান বাকি। তবে রাজস্থান রয়্যালসের সন্দীপ শর্মার বলে আর শেষরক্ষা হয়নি সিএসকে-র।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
MS Dhoni Fitness: ‘ম্যাচে রীতিমতো খোঁড়াচ্ছিলেন ধোনি, ছিল না সেই ক্ষিপ্রতাও...’; মাহির ফিটনেস নিয়ে উদ্বিগ্ন ম্যাথু হেডেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল