TRENDING:

CSK vs RR: নীতিশ রানার ব্যাটে মুখরক্ষা রাজস্থানের! সিএসকের টার্গেট ১৮৩ রান

Last Updated:

CSK vs RR IPL 2025: নীতিশ রানার মারকাটারি ইনিংস ও রিয়ান পরাগের ব্যাটে ভর করে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইটিং টোটাল করল রাজস্থান রয়্যালস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নীতিশ রানার মারকাটারি ইনিংস ও রিয়ান পরাগের ব্যাটে ভর করে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইটিং টোটাল করল রাজস্থান রয়্যালস। এই দুই ব্যাটার বাদে রাজস্থানের অন্য সকল ব্যাটারা ব্যর্থ না হলে আরও বড় স্কোর হতেই পার। নীতিশ রানা করেন ৮১ ও রিয়ান পরাগের স্কোর ৩৭। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান করে রাজস্থান রয়্যালস।
News18
News18
advertisement

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সিএসকে। শুরুটা ভালই করে চেন্নাই। শুরতেই ৪ রানে যশস্বী জয়সওয়ালের উইকেট নেন খালিল আহমেদ। কিন্তু এরপর দ্বিতীয় উইতেটে নীতিশ রানা ও সঞ্জু স্যামসন গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন। ৮২ রানে ঝোড়ো পার্টনারশিপ করেন তারা। বিশেষ করে এদিন নীতিশ রানা বিধ্বংসী ফর্মে ব্যাটিং করেন। ৮৬ রানে পড়ে দ্বিতীয় উইকেট। সঞ্জু স্যামসন ২০ রান করে আউট হলে নিজের হাফ সেঞ্চুরি করেন রানা।

advertisement

আরও পড়ুনঃ KKR News: ৮ তারিখের ম্যাচে কেকেআর ফ্যানেদের জন্য সুখবর! না জানলে বড় মিস করবেন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সঞ্জু আউট হওয়ার পর রানার সঙ্গে ইনিংস এগিয় নিয়ে যান রিয়ান পরাগ। ৪০ রান জুটিতে যোগ করেন তারা। এরপর নীতিশ রানা ব্যক্তিগত ৮১ রানের ইনিংস খেলে আউট হন। এরপর রিয়ান পরাগ একদিক থেকে থাকলেও অপরদিকে ধ্রুব জুরেল, ওয়ানিন্দু হাসরঙ্গারা রান পাননি। রিয়ান পরাগ নিজে ৩৭ রান করে আউট হন। শেষের দিকে পরপর উইকেট হারানোয় আর বেশি রান করতে পারেনি রয়্যালসরা। সিএসকের হয়ে ২টি করে উইকেট নেন খালিল আহমেদ, নুর আহমেদ ও মাথিসা পাথিরানা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
CSK vs RR: নীতিশ রানার ব্যাটে মুখরক্ষা রাজস্থানের! সিএসকের টার্গেট ১৮৩ রান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল