ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সিএসকে। শুরুটা ভালই করে চেন্নাই। শুরতেই ৪ রানে যশস্বী জয়সওয়ালের উইকেট নেন খালিল আহমেদ। কিন্তু এরপর দ্বিতীয় উইতেটে নীতিশ রানা ও সঞ্জু স্যামসন গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন। ৮২ রানে ঝোড়ো পার্টনারশিপ করেন তারা। বিশেষ করে এদিন নীতিশ রানা বিধ্বংসী ফর্মে ব্যাটিং করেন। ৮৬ রানে পড়ে দ্বিতীয় উইকেট। সঞ্জু স্যামসন ২০ রান করে আউট হলে নিজের হাফ সেঞ্চুরি করেন রানা।
advertisement
আরও পড়ুনঃ KKR News: ৮ তারিখের ম্যাচে কেকেআর ফ্যানেদের জন্য সুখবর! না জানলে বড় মিস করবেন
সঞ্জু আউট হওয়ার পর রানার সঙ্গে ইনিংস এগিয় নিয়ে যান রিয়ান পরাগ। ৪০ রান জুটিতে যোগ করেন তারা। এরপর নীতিশ রানা ব্যক্তিগত ৮১ রানের ইনিংস খেলে আউট হন। এরপর রিয়ান পরাগ একদিক থেকে থাকলেও অপরদিকে ধ্রুব জুরেল, ওয়ানিন্দু হাসরঙ্গারা রান পাননি। রিয়ান পরাগ নিজে ৩৭ রান করে আউট হন। শেষের দিকে পরপর উইকেট হারানোয় আর বেশি রান করতে পারেনি রয়্যালসরা। সিএসকের হয়ে ২টি করে উইকেট নেন খালিল আহমেদ, নুর আহমেদ ও মাথিসা পাথিরানা।