ম্যচে টস জিতে ঘরের মাঠে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ইনিংসের শুরুতেই মুম্বইকে জোড়া ধাক্কা দেন খালিল আহমেদ। খাতাই খুলতে পারেনি রোহিত শর্মা। এরপর সিএসকের স্পিনাররা ম্যাচে নিজেদের দাপট বজায় রাখে। নিয়মিত ব্যবদানে উইকেট হারাতে মুম্বই ইন্ডিয়ান্স। মাঝে কিছুটা লড়াই করেন সূর্যকুমার যাদব ও তিলক বর্মা।
advertisement
আরও পড়ুনঃ যে দল নায়ক বানাল তাদেরই হুঙ্কার! কেকেআরকে এমন কথা বললেন সল্ট, যা আগে কেউ বলেনি
তিলক ৩১ ও সূর্যকুমার ২৯ রানে ফিরতেই সেভাবে আর দাঁড়াতে পারেনি মুম্বইয়ের ইনিংস। বিশেষ করে নুর আহমেদের ভেলকির কোনও জবাব এদিন ছিল না মুম্বই ব্যাটারদের। একাই ৪টি উইকেট নেন আফগান তারকা। ৩টি উইকেট নেন খালিল আহমেদ। শেষের দিকে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলে মুম্বইয়ের স্কোর দেড়শো পার করেন দীপক চাহার। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান করে মুম্বই ইন্ডিয়ান্স।