ম্যচে টস জিতে ঘরের মাঠে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ইনিংসের শুরুতেই মুম্বইকে জোড়া ধাক্কা দেন খালিল আহমেদ। খাতাই খুলতে পারেনি রোহিত শর্মা। এরপর সিএসকের স্পিনাররা ম্যাচে নিজেদের দাপট বজায় রাখে। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে মুম্বই ইন্ডিয়ান্স। মাঝে কিছুটা লড়াই করেন সূর্যকুমার যাদব ও তিলক বর্মা।
advertisement
তিলক ৩১ ও সূর্যকুমার ২৯ রানে ফিরতেই সেভাবে আর দাঁড়াতে পারেনি মুম্বইয়ের ইনিংস। বিশেষ করে নুর আহমেদের ভেলকির কোনও জবাব এদিন ছিল না মুম্বই ব্যাটারদের। একাই ৪টি উইকেট নেন আফগান তারকা। ৩টি উইকেট নেন খালিল আহমেদ। শেষের দিকে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলে মুম্বইয়ের স্কোর ১৫০ পার করেন দীপক চাহার। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান করে মুম্বই ইন্ডিয়ান্স।
রান তাড়া করতে নেমে শুরুকেই রাহুল ত্রিপাঠীর উইকেট হারায় সিএসকে। এরপর রাচিন রবীন্দ্র ও রুতুরাজ গায়কোয়াড় এগিয়ে নিয়ে যায় দলের স্কোর বোর্ড। ঝোড়ো ইনিংস খেলেন সিএসকে অধিনায়ক। তাঁকে ঠান্ডা মাথায় সঙ্গ দেন রাচিন রবীন্দ্র। দ্বিতীয় উইকেটে ৬৭ রানের পার্টনারশিপ করেন দুজনে। মারকাটারি ইনিংস খেলে নিজের হাফ সেঞ্চুরি করেন রুতুরাজ গায়কোয়াড়।
আরও পড়ুনঃ KKR News: কেকেআরের বড় ধাক্কা! চোট রয়েছে রাসেলের? আপডেট দিলেন রাহানে
কিন্তু রুতুরাজ ২৬ বলে ৫৩ করে আউট হতেই একদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে চেন্নাই। অপরদিকে, রাচিন রবীন্দ্র একা লড়াই চালিয়ে যান। শিবম দুবে, স্যাম কারন, দীপক হুডা কেউ বড় রান পায়নি। ঠান্ডা মাথায় নিজের অর্ধশতরান পূরণ করেন রাচিন রবীন্দ্র। তাঁকে কিছুটা সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা। ১৭ রান করেন তিনি। শেষে ধোনি ও রাচিন রবীন্দ্র মিবলে ম্য়াচ ফিনিশ করেন। ধোনি খাতা খোলেননি ও রাচিন ৬৫ রানে অপরাজিত থাকেন।