KKR News: কেকেআরের বড় ধাক্কা! চোট রয়েছে রাসেলের? আপডেট দিলেন রাহানে

Last Updated:
Kolkata Knight Riders: আরসিবির বিরুদ্ধে হারের পর একটি প্রশ্ন বড় আকারে দেখা দেয়। তাহল, আন্দ্রে রাসেলের কি চোট রয়েছে? কেন বোলিং করানো হল না নাইটদের তারকে অলরাউন্ডারকে।
1/5
আরসিবির বিরুদ্ধে হার দিয়ে আইপিএল ২০২৫ মরশুম শুরু করেছে ডিফেন্ডি চ্যাম্পিয়ন কেকেআর। আরসিবি বিরুদ্ধে কেকেআরের ব্যাটে-বলে পারফরম্যান্স নিয়ে উঠছে নানা প্রশ্ন।
আরসিবির বিরুদ্ধে হার দিয়ে আইপিএল ২০২৫ মরশুম শুরু করেছে ডিফেন্ডি চ্যাম্পিয়ন কেকেআর। আরসিবি বিরুদ্ধে কেকেআরের ব্যাটে-বলে পারফরম্যান্স নিয়ে উঠছে নানা প্রশ্ন।
advertisement
2/5
তবে আরসিবির বিরুদ্ধে হারের পর একটি প্রশ্ন বড় আকারে দেখা দেয়। তাহল, আন্দ্রে রাসেলের কি চোট রয়েছে? কেন বোলিং করানো হল না নাইটদের তারকে অলরাউন্ডারকে।
তবে আরসিবির বিরুদ্ধে হারের পর একটি প্রশ্ন বড় আকারে দেখা দেয়। তাহল, আন্দ্রে রাসেলের কি চোট রয়েছে? কেন বোলিং করানো হল না নাইটদের তারকে অলরাউন্ডারকে।
advertisement
3/5
গত মরশুমেও কেকেআরের বোলিংয়ে বড় সাপোর্ট দিয়েছিলেন রাসেল। ১৫ ম্যাচে নিয়েছিলেন ১৯ উইকেট। যখনই প্রয়োজন পড়েছে তখনই দলকে উইকেট এনে দিয়েছেন আন্দ্রে রাসেল।
গত মরশুমেও কেকেআরের বোলিংয়ে বড় সাপোর্ট দিয়েছিলেন রাসেল। ১৫ ম্যাচে নিয়েছিলেন ১৯ উইকেট। যখনই প্রয়োজন পড়েছে তখনই দলকে উইকেট এনে দিয়েছেন আন্দ্রে রাসেল।
advertisement
4/5
কিন্তু আরসিবি ম্যাচে যখন সল্ট ও কোহবি ভয়ঙ্কর রূপে ব্যাটিং করছিলেন তখন কেন বল দেওয়া হল না রাসেলকে। তাহলে কি চোটই আসল কারণ? এবার রাসেলের চোট জল্পনা নিএ মুখ খুললেন অধিনায়ক রাহানে।
কিন্তু আরসিবি ম্যাচে যখন সল্ট ও কোহবি ভয়ঙ্কর রূপে ব্যাটিং করছিলেন তখন কেন বল দেওয়া হল না রাসেলকে। তাহলে কি চোটই আসল কারণ? এবার রাসেলের চোট জল্পনা নিএ মুখ খুললেন অধিনায়ক রাহানে।
advertisement
5/5
রাহানে জানিয়েছেন,"রাসেল একেবারে ঠিক আছে। ওর ফিটনেস নিয়ে কোনও দুশ্চিন্তা নেই। কৌশলগত কারণেই বল করানো হয়নি রাসেলকে দিয়ে। সব অস্ত্র এক ম্যাচে ব্যবহার করতে চাইনি।"
রাহানে জানিয়েছেন,"রাসেল একেবারে ঠিক আছে। ওর ফিটনেস নিয়ে কোনও দুশ্চিন্তা নেই। কৌশলগত কারণেই বল করানো হয়নি রাসেলকে দিয়ে। সব অস্ত্র এক ম্যাচে ব্যবহার করতে চাইনি।"
advertisement
advertisement
advertisement