শেষ পর্যন্ত শেন ওয়াটসন ৫৩ বলে ৮৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন৷ অন্যদিকে ডুপ্লেসি ৫৩ বলে ৮৭ রানে নট আউট থেকে দলকে জয় এনে দেন৷ ১৪ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই৷ম্যাচের সেরাও হন শেন ওয়াটসন৷
রান তাড়া করতে নেমে এ দিন শুরু থেকেই জমাট দেখাচ্ছিল চেন্নাইয়ের দুই ওপেনারকে৷ দু' জনেই অর্ধশতরান পূরণ করেন৷ তবে বেশি আক্রমণাত্মক ছিলেন শেন ওয়াটসন৷ এ দিন যেন পুরোন ছন্দ খুঁজে পেলেন তিনি৷ দুই ওপেনারের এই ব্যাটিং মহেন্দ্র সিং ধোনির দলের অনেক চিন্তাই দূর করে দেবে৷ চেন্নাইয়ের দুই ওপেনারের সামনে এ দিন কার্যত অসহায় লেগেছে মহম্মদ শামি, শেল্ডন কোর্টরিলদের৷চেন্নাইয়ের হয়ে এ দিন আইপিএল-এ সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়লেন এই দুই বিদেশি ব্যাটসম্যান৷
এর আগে কে এল রাহুল এবং নিকোলাস পুরনের সৌজন্যে চেন্নাইয়ের সামনে লড়াই করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল পঞ্জাব৷ দুবাইয়ের উইকেটে ১৭৮ একেবারেই খারাপ রান নয় বলেই মত দিয়েছিলেন বিশেষজ্ঞরা৷ কিন্তু পঞ্জাবকে হতাশ করলেন তাঁদের বোলাররা৷ অভিজ্ঞ ওয়াটসন এবং ডুপ্লেসির ব্যাটিংয়ের কোনও জবাবই যেন তাঁদের কাছে ছিল না৷