TRENDING:

CSK vs KXIP:ওয়াটসন- ডুপ্লেসিকেই থামাতে ব্যর্থ পঞ্জাব, ১০ উইকেটে জয় পেল চেন্নাই

Last Updated:

রান তাড়া করতে নেমে এ দিন শুরু থেকেই জমাট দেখাচ্ছিল চেন্নাইয়ের দুই ওপেনারকে৷ দু' জনেই অর্ধশতরান পূরণ করেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: স্বস্তি ফিরল চেন্নাই শিবিরে৷ পরের পর হারের ধাক্কা কাটিয়ে অবশেষে জয়ে ফিরল মহেন্দ্র সিং ধোনির দল৷ প্রথমে ব্যাট করে চেন্নাইয়ের সামনে ১৭৯ রানের টার্গেট রেখেছিল কিংগস ইলেভেন পঞ্জাব৷ কিন্তু দুই ওপেনার শেন ওয়াটসন এবং ফাফ ডুপ্লেসির দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে একপেশে জয় পেল চেন্নাই৷ দুই ওপেনারই অপরাজিত থেকে জয় এনে দিল চেন্নাই৷ ফলে দশ উইকেটে পঞ্জাবকে হারিয়ে কিছুটা হলেও টুর্নামেন্টে কিছুটা হলেও ঘুরে দাঁড়াল সিএসকে৷এই ম্যাচে ২ পয়েন্ট পেয়ে ৬ নম্বরে উঠে এল চেন্নাই৷ ৫ ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়েছে তারা৷ অন্যদিকে পয়েন্ট টেবিলে সবার শেষে থেকে গেল পঞ্জাব৷
advertisement

শেষ পর্যন্ত শেন ওয়াটসন ৫৩ বলে  ৮৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন৷ অন্যদিকে ডুপ্লেসি ৫৩  বলে ৮৭ রানে নট আউট থেকে দলকে জয় এনে দেন৷ ১৪  বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই৷ম্যাচের সেরাও হন শেন ওয়াটসন৷

রান তাড়া করতে নেমে এ দিন শুরু থেকেই জমাট দেখাচ্ছিল চেন্নাইয়ের দুই ওপেনারকে৷ দু' জনেই অর্ধশতরান পূরণ করেন৷ তবে বেশি আক্রমণাত্মক ছিলেন শেন ওয়াটসন৷ এ দিন যেন পুরোন ছন্দ খুঁজে পেলেন তিনি৷ দুই ওপেনারের এই ব্যাটিং মহেন্দ্র সিং ধোনির দলের অনেক চিন্তাই দূর করে দেবে৷ চেন্নাইয়ের দুই ওপেনারের সামনে এ দিন কার্যত অসহায় লেগেছে মহম্মদ শামি, শেল্ডন কোর্টরিলদের৷চেন্নাইয়ের হয়ে এ দিন আইপিএল-এ সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়লেন এই দুই বিদেশি ব্যাটসম্যান৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার বুকে রাজস্থানি মন্দির! কালীপুজোয় বড় চমক নিয়ে হাজির হৈ চৈ সংঘ
আরও দেখুন

এর আগে কে এল রাহুল এবং নিকোলাস পুরনের সৌজন্যে চেন্নাইয়ের সামনে লড়াই করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল পঞ্জাব৷ দুবাইয়ের উইকেটে ১৭৮ একেবারেই খারাপ রান নয় বলেই মত দিয়েছিলেন বিশেষজ্ঞরা৷ কিন্তু পঞ্জাবকে হতাশ করলেন তাঁদের বোলাররা৷ অভিজ্ঞ ওয়াটসন এবং ডুপ্লেসির ব্যাটিংয়ের কোনও জবাবই যেন তাঁদের কাছে ছিল না৷

বাংলা খবর/ খবর/খেলা/
CSK vs KXIP:ওয়াটসন- ডুপ্লেসিকেই থামাতে ব্যর্থ পঞ্জাব, ১০ উইকেটে জয় পেল চেন্নাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল