চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অনশুল কাম্বোজের দুর্দান্ত পারফরম্যান্সের পরও এক ওভার বাকি থাকতে খলিল আহমেদকে বল করার জন্য ডেকেছিলেন। কিন্তু রোমারিও শেফার্ডের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে টিকতেই পারেননি তিনি। সম্পূর্ণ ভাবে ধরাশায়ী হন। ফলে ধোনির এই সিদ্ধান্তটাই পুরোপুরি ভুল বলে প্রমাণিত হয়ে যায়। এদিকে অনশুল কাম্বোজের এক ওভার বাকি থাকা সত্ত্বেও ধোনি কেন তাঁকে দিয়ে বল করাননি, সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
advertisement
শনিবার রাতে ম্যাচ-পরবর্তী সাংবাদিক বৈঠকে ফ্লেমিং স্পষ্ট বলে দেন যে, “চলতি মরশুমে খলিল আহমেদ আমাদের জন্য খুবই ভাল খেলেছেন। তাই তাঁর জায়গায় অন্য কোনও বোলারের হাতে ধোনির বল তুলে দেওয়ার কোনও কারণ নেই।” ফ্লেমিং আরও বলেন যে, “কাম্বোজ নিজের জায়গায় উন্নতি করার চেষ্টা করে চলেছেন। এমনকী, ডেথ ওভারেও দারুণ বোলিং করতে সক্ষম তিনি। ফলে ভবিষ্যতের জন্য তিনি একজন দারুণ বিকল্প হয়ে উঠতে পারেন। কিন্তু খলিলের জায়গায় তাঁকে বোলিং করার জন্য ডাকা উচিত ছিল কী না, এই প্রশ্ন করার কোনও কারণ হয় না।”
আরও পড়ুন– চালান কাটতেই ধুন্ধুমার কাণ্ড, RTO ইন্সপেক্টরকে পিষে মারল ট্রেলার ! ক্ষোভ সর্বস্তরে
প্রসঙ্গত, চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর জন্য ২১৪ রানের টার্গেট বেঁধে দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। কিন্তু পাঁচ উইকেট হারিয়ে মাত্র ২১১ রানই তুলতে সক্ষম হয়েছিল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এই প্রসঙ্গে ফ্লেমিং বলেন যে, “যদি আমরা এক ওভারেই ভাল রান করতাম, তাহলে আমরা জিতে যেতে পারতাম, কিন্তু ওরা খুবই ভাল বোলিং করেছে। আসলে ১০ ওভারের পরে আমাদের একটা বড় ওভারের প্রয়োজন ছিল। কিন্তু সেটা হয়নি।”