প্রথম ওভারে দ্বিতীয় বলেই ফিরিয়ে দিলেন রোহিত শর্মাকে। চতুর্থ বলে বোল্ড ঈশান কিষান। ব্যাট নামানোর জায়গা পাননি মুম্বইয়ের ১৫:২৫ কোটির তারকা। এরপর বেবি এবি ব্রেভিসকে ফিরিয়ে দিলেন দুরন্ত ব্যাক অফ লেন্থ বলে। কপাল খারাপ। না হলে তিলক বর্মার উইকেট পেয়ে যেতে পারতেন স্লিপে ব্রাভো ক্যাচ মিস না করলে। শুধু তাই নয়। স্যান্টনারের বলে মিড উইকেটে সূর্য কুমারের ক্যাচ নিলেন মুকেশ।
advertisement
কয়েকটা ম্যাচ আগে আরসিবির বিরুদ্ধে একাই তিনটে ক্যাচ ফেলেছিলেন মুকেশ। সেদিন তরুণ ক্রিকেটার ভয় পেয়ে গেলেও পাশে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। মুকেশের পাশে দাঁড়িয়ে তাকে ডেকে নিয়ে ধোনি কাঁধে হাত রেখে বুঝিয়ে দিয়েছিলেন কোথায় ভুল হয়েছে। অধিনায়ক রবীন্দ্র জাদেজা বেশ কিছু গালাগাল দিয়েছিলেন তাকে।
কিন্তু ধোনি বুঝিয়েছিলেন মাঠে আত্মবিশ্বাস রাখা কতটা জরুরি। কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার টিপস দিয়েছিলেন। আজ মুকেশ বুঝিয়ে দিলেন ভুল ক্রিকেটারকে পছন্দ করেনি চেন্নাই। সুনীল গাভাসকার পর্যন্ত প্রশংসা করলেন এই তরুণ পেসারের। ভবিষ্যতে পরিশ্রম করলে জাতীয় দলেও খেলতে পারেন এই তরুণ ক্রিকেটার।
সবচেয়ে বড় কথা বাহাতি পেসার এই মুহূর্তে প্রয়োজনীয় ভারতীয় ক্রিকেটে। সেদিক থেকে দেখতে গেলে মুকেশ চৌধুরী নিজেকে ধরে রাখতে পারলে টিম ইন্ডিয়ার জার্সি পেতে পারেন। তবে আপাতত একমাত্র লক্ষ্য সিএসকের হয়ে ধারাবাহিক পারফর্ম করা।
