TRENDING:

Mukesh Choudhary, CSK : জাদেজার গালাগাল থেকে বাঁচিয়েছিলেন ধোনি! আজ ভরসার মর্যাদা দিলেন মুকেশ

Last Updated:

Mukesh Choudhary brilliant spell gets Rohit and Ishan Kishan in first over of IPL. প্রথম ওভারেই মুম্বইয়ের কোমর ভাঙলেন মুকেশ চৌধুরী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: রাজস্থানের অখ্যাত ভিলাওয়ারা জেলার ছেলে মুকেশ চৌধুরী গত বছরে ছিলেন চেন্নাই সুপার কিংস দলের নেট বোলার। মহেন্দ্র সিং ধোনির চোখে পড়ে যান এই তরুণ ফাস্ট বোলার। কপাল খুলে যায় দীপক চাহার চোট পাওয়ায়। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নজরকাড়া অলরাউন্ডার রাজ্যবর্ধন হাঙ্গারগেকর দলে থাকলেও, তাকে না খেলিয়ে মুকেশকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মুম্বই ইন্ডিয়ান্স দলের বিপক্ষে মুকেশ প্রমাণ করলেন কেন তাকে জায়গা দিয়েছেন ধোনি।
প্রথম ওভারেই মুম্বইয়ের কোমর ভাঙলেন মুকেশ চৌধুরী
প্রথম ওভারেই মুম্বইয়ের কোমর ভাঙলেন মুকেশ চৌধুরী
advertisement

আরও পড়ুন - Cristiano Ronaldo, Manchester United : সন্তান শোক সামলে অনুশীলনে যোগ দিলেন রোনাল্ডো! স্যালুট করছে ফুটবল বিশ্ব

প্রথম ওভারে দ্বিতীয় বলেই ফিরিয়ে দিলেন রোহিত শর্মাকে। চতুর্থ বলে বোল্ড ঈশান কিষান। ব্যাট নামানোর জায়গা পাননি মুম্বইয়ের ১৫:২৫ কোটির তারকা। এরপর বেবি এবি ব্রেভিসকে ফিরিয়ে দিলেন দুরন্ত ব্যাক অফ লেন্থ বলে। কপাল খারাপ। না হলে তিলক বর্মার উইকেট পেয়ে যেতে পারতেন স্লিপে ব্রাভো ক্যাচ মিস না করলে। শুধু তাই নয়। স্যান্টনারের বলে মিড উইকেটে সূর্য কুমারের ক্যাচ নিলেন মুকেশ।

advertisement

কয়েকটা ম্যাচ আগে আরসিবির বিরুদ্ধে একাই তিনটে ক্যাচ ফেলেছিলেন মুকেশ। সেদিন তরুণ ক্রিকেটার ভয় পেয়ে গেলেও পাশে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। মুকেশের পাশে দাঁড়িয়ে তাকে ডেকে নিয়ে ধোনি কাঁধে হাত রেখে বুঝিয়ে দিয়েছিলেন কোথায় ভুল হয়েছে। অধিনায়ক রবীন্দ্র জাদেজা বেশ কিছু গালাগাল দিয়েছিলেন তাকে।

advertisement

কিন্তু ধোনি বুঝিয়েছিলেন মাঠে আত্মবিশ্বাস রাখা কতটা জরুরি। কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার টিপস দিয়েছিলেন। আজ মুকেশ বুঝিয়ে দিলেন ভুল ক্রিকেটারকে পছন্দ করেনি চেন্নাই। সুনীল গাভাসকার পর্যন্ত প্রশংসা করলেন এই তরুণ পেসারের। ভবিষ্যতে পরিশ্রম করলে জাতীয় দলেও খেলতে পারেন এই তরুণ ক্রিকেটার।

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজো ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসনের কড়াকড়ি! জারি করা হল 'এইসব' নির্দেশ
আরও দেখুন

সবচেয়ে বড় কথা বাহাতি পেসার এই মুহূর্তে প্রয়োজনীয় ভারতীয় ক্রিকেটে। সেদিক থেকে দেখতে গেলে মুকেশ চৌধুরী নিজেকে ধরে রাখতে পারলে টিম ইন্ডিয়ার জার্সি পেতে পারেন। তবে আপাতত একমাত্র লক্ষ্য সিএসকের হয়ে ধারাবাহিক পারফর্ম করা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Mukesh Choudhary, CSK : জাদেজার গালাগাল থেকে বাঁচিয়েছিলেন ধোনি! আজ ভরসার মর্যাদা দিলেন মুকেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল