ইভনিং ইন প্যারিসে সেরার সেরা রোনাল্ডোই। মেসি, নেইমার, গ্রিজম্যানদের টপতে ব্যালন ডি অর জিতে নিলেন পর্তুগিজ মহাতারকা। জাপানে থাকা রোনাল্ডোর প্রাথমিক প্রতিক্রিয়া..স্বপ্ন অবার সত্যি হল। পাঁচবার ব্যালন ডি অর জিতেছেন লিওনেল মেসি। ঠিক একধাপ পিছিয়ে CR7।
এর আগে ২০০৮, ২০১৩ ও ২০১৪ সালে ব্যালন ডি অর জিতেছেন রোনাল্ডো। ট্রফি ক্যাবিনেটে চতুর্থ ব্যালন ডি অর এল ২০১৬ তে।
advertisement
গত কয়েকদিন ধরেই ব্যালন নিয়ে হাইপ তুঙ্গে উঠেছিল। কিন্তু পয়েন্ট রেটিংয়ের বিচারে বাকিদের চেয়ে এগিয়ে রইলেন রোনাল্ডোই।
৭৪৫ পয়েন্ট পেয়ে সেরা হলেন রোনাল্ডো। দ্বিতীয় স্থানে মেসি। তৃতীয় স্থানে সুদর্শন ফরাসি তারকা আঁতোয়া গ্রিজম্যান। সেরার তালিকায় চতুর্থ লুই সুয়ারেজ। পঞ্চম ও ষষ্ঠ স্থানে রইলেন নেইমার দ্য সিলভা স্যান্টোস ও গ্যারিথ বেল।
পর্তুগালের ইউরো জয়ের নায়ক ছিলেন রোনাল্ডো। একই মরসুমে স্প্যানিশ জায়ান্ট রিয়ালের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশেষজ্ঞদের ধারনা এখানেই মেসিকে টেক্কা দিয়েছেন সিআরসেভেন ।