মারাদোনার পুরনো ক্লাবে তার যাওয়া নাকি সময়ের অপেক্ষা। এদিকে নিজ দেশ পর্তুগালে বিলাসবহুল বাড়ি বানাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সেই বাড়ির সৌন্দর্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে সামনে থাকা একটি গলফ কোর্স এবং সেটার কার পার্কিং। কিন্তু দ্রুতই সমস্যার সমাধান খুঁজে বের করে ফেলেছেন পর্তুগিজ সুপারস্টার।
আরও পড়ুন - পরের ডার্বিতে আসল ইস্টবেঙ্গলকে দেখতে পাবেন, মোহনবাগানকে হুঁশিয়ারি স্টিফেনের
advertisement
তিনি ঠিক করেছেন, আস্ত গলফ কোর্সটাই কিনে নেবেন এবং সেটিকে পুরোপুরি ধ্বংস করে দেবেন, যাতে বাড়ির সৌন্দর্য নষ্ট না হয়! পর্তুগালের লিসবনের কুইন্তা দে মারিনহাতে ১৭ মিলিয়ন পাউন্ড খরচ করে বিলাসবহুল বাড়ি তৈরি করছেন রোনালদো। ১২ হাজার স্কয়ার ফুটের সেই বাড়িতে বিলাসবহুল শোয়ার ঘর আছে, যেখান থেকে সহজেই আটলান্টিক মহাসাগর দেখা যাবে।
এছাড়া একাধিক সুইমিং পুল, গেমস রুম এবং বিলাসী জীবনের আরো অনেক সুবিধা আছে সেই বাড়িতে। আগামী বছর মা ডলোরেস, বান্ধবী জর্জিনা রদ্রিগেস এবং পাঁচ সন্তানকে নিয়ে সেই বাড়িতে উঠবেন রোনালদো। তবে যত সমস্যা সেই গলফ ক্লাব নিয়ে। সেই ক্লাব রোনালদোর বাড়ির সামনে মনোরম দৃশ্যকে বাধা দিচ্ছে।
পাশাপাশি রোনালদোর বাড়ির সদস্যদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। রোনালদো তার আইনজীবীদের বলে দিয়েছেন গলফের মালিকের সঙ্গে আলোচনা করতে। গলফ কোর্স এবং গাড়ি রাখার জায়গা উভয়ই তিনি কিনে নিতে চান। সেটিকে পুরোপুরি ধ্বংস করে ফেলতে চান।
অন্যত্র যাতে এই গলফ কোর্স সরানো যায়, সে ব্যাপারে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কথা বলবেন তার আইনজীবীরা। পর্তুগিজ মহাতারকা রোনাল্ড এমনিতেই খুব সৌখিন মানুষ। আটলান্টিক মহাসাগরের ধারে তার এই নতুন বাড়ি সে কথাই তুলে ধরছে। মোটামুটি পরের বছর হয়ে যাবে তার ওই বাড়িতে যেতে।
