তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে রোনালদো জাতীয় দলে খেলে যাচ্ছেন দাপটের সঙ্গে। ফার্নান্দো সান্তোসের পরিবর্তে পর্তুগালের নতুন কোচ হয়ে আসা রবার্তো মার্তিনেজও রোনালদোর ওপর আস্থা রেখেছেন। আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে গতকালের সংবাদ সম্মেলনেও রোনালদোকে বেশ আত্মবিশ্বাসীই মনে হয়েছে, পর্তুগাল জাতীয় দলে খেলার আশা আমি কখনো ছেড়ে দেব না। কারণ, এটা একটা স্বপ্ন।
advertisement
আরও পড়ুন – মেসির আর্জেন্টিনা খেলতে চেয়েছিল ভারতের মাটিতে! পয়সার অভাবে হল না
২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রমাণ করে, আমি আমার দেশ ও দলকে কতটা ভালোবাসি। আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পিছু নেয়। আমি খুবই খুশি, সর্বোচ্চ পর্যায়ে খেলা চালিয়ে যাওয়ার জন্য। ৩৮ বছর বয়সী রোনালদো সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়েন গত মার্চে, লিখটেনস্টেইনের বিপক্ষে।
এর আগে এই রেকর্ড ছিল কুয়েতের ফুটবলার আল মুয়াতার (১৯৬)। পর্তুগালের কোচ মার্তিনেজ বলছেন, রোনালদোর এই রেকর্ড পর্তুগিজ ফুটবলের জন্যই গর্বের, একজন ফুটবলার ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলছে, এই রেকর্ড অনন্য। এটা পর্তুগিজ ফুটবলের জন্যই গর্বের।
লিওনেল মেসি বিশ্বকাপ জিতলেও রোনাল্ডো পারেননি। এই নিয়ে তাকে এদিক-ওদিক কম কথা শুনতে হয় না। রোনালদো পাল্টা বলে রাখলেন আমি কিন্তু পরের বিশ্বকাপ খেলব। এখনই বলে দিচ্ছি। সবাই কিন্তু বলতে পারছে না। তার ইঙ্গিত যে মেসির দিকে সেটা সবাই বুঝেছেন।