যদিও ম্যাচের মাঝেই রেফারি জানিয়ে দিয়েছিলেন গোলটি ব্রুনোর। তবে নিজের দাবিতে অটল রয়েছেন রোনাল্ডো। ঘনিষ্ঠ মহলে রোনাল্ডো দাবি করেছেন, গোলটা তাঁরই। ম্যাচের শেষেই ড্রেসিংরুমে ফিরে সে কথা ফোন করে ঘনিষ্ঠদের জানিয়েছেন সিআরসেভেন। তবে গোলটি যে তাঁর নয়, ব্রুনো ফার্নান্দেজের, সে ব্যাপারে রেফারিরা নিশ্চিত। ম্যাচের মাঝে তা ঘোষণাও হয়েছে। কিন্তু গোলের দাবি থেকে এখনও সরছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগাল জিতে অবশ্য ইতিমধ্যেই পরের পর্বের জন্য নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে। রোনাল্ডো তবু খুশি হতে পারছেন না। তাঁর গোল চাই। এর কারণ কী? এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা।
advertisement
ঘটনাটি ঘটে উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে ফার্নান্দেজের করা প্রথম গোল নিয়ে। ব্রুনোর করা ক্রসে হেড দেওয়ার জন্য লাফিয়েছিলেন রোনাল্ডো। বল জালে জড়িয়ে যেতে উৎসব করতে দেখা যায় রোনাল্ডোকে। গোলটি তাঁর নামেই লেখা হয়েছিল প্রথমে। কিন্তু রিপ্লেতে দেখা যায় বল রোনাল্ডোর মাথায় লাগেনি। তখন রোনাল্ডোর বদলে গোলটি দেওয়া হয় ফার্নান্দেজকে। যা মেনে নিতেই পারছেন না রোনাল্ডো। নাম পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে তিনি যে খুশি নন, হাত পা নেড়ে বুঝিয়ে দিয়েছেন মাঠেই।
ম্যাচের শেষে রেফারিকে রোনাল্ডো বুঝিয়েছেন, গোলের মালিক তিনিই। ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন। তবুও কাজের কাজ কিছুই হয়নি। বল প্রস্তুতকারী সংস্থার থেকেও ঘোষণা করা হয়েছে, গোলটি রোনাল্ডোর নয়। বলে থাকা সেন্সরে রোনাল্ডোর টাচ লাগা ধরা পড়েনি। কিন্তু রোনাল্ডো কিছুই শুনতে রাজি নন। তবে এবারের বিশ্বকাপ সম্পূর্ণ প্রযুক্তির বিশ্বকাপ। আসলে ‘ভার’ যা বলেন সত্যি বলেন, সত্যি ছাড়া অন্য কিছু বলেন না।