TRENDING:

দেশের হয়ে খেলার সময় যত চোট, আইপিএলে তো হয় না! মৌচাকে ঢিল কপিলের

Last Updated:

Cricketers should take rest or rather should not play IPL in order to avoid injuries says Kapil Dev. দেশের হয়ে খেলার সময় যত চোট, আইপিএলে তো হয় না! মৌচাকে ঢিল কপিলের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: একেবারে মৌচাকে ঢিল মেরে বসলেন কপিল দেব। বলে দিলেন সত্যি কথা। তাতে হয়তো অনেকের গায়ে জ্বালা ধরতে পারে। কিন্তু কপিল তার পরোয়া করেন না। করোনার আবির্ভাবের পর যখন জৈব সুরক্ষা বলয়ে থেকে ক্রিকেট ফের শুরু হয় তখনই বেশি করে সামনে আসে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কিংবা মানসিক ক্লান্তির বিষয়টি।
দেশ ভক্তি নেই, শুধু টাকার কাঙাল ক্রিকেটাররা! বক্তব্য কপিলের
দেশ ভক্তি নেই, শুধু টাকার কাঙাল ক্রিকেটাররা! বক্তব্য কপিলের
advertisement

ঠাসা ক্রীড়াসূচির মধ্যেই কিছু সময়ের বিরতি নিয়ে অনেকেই মাঠে ফিরেছেন। রোটেশন পদ্ধতিরও বেশি ব্যবহার শুরু হয়। তবে ভারতের হয়ে খেলার সময়ই বিশ্রাম নেওয়ার প্রবণতাকে অনেক প্রাক্তন ক্রিকেটারই সমর্থন করেন না। তাঁদের মধ্যে অন্যতম তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

স্পষ্ট কথা বলার মানুষ কপিল দেব এবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলে দিলেন, যদি কোনও ক্রিকেটার মনে করেন তিনি খুব চাপের মধ্যে রয়েছেন তাহলে তাঁর আইপিএল খেলার দরকার নেই। কপিলের কথায়, অনেক সময়ই টিভিতে শুনি আইপিএল খেলায় ক্রিকেটারদের উপর অত্যধিক চাপ পড়ছে। এক্ষেত্রে আমি একটা কথাই বলব, আইপিএল খেলার দরকার নেই!

advertisement

যদি কোনও ক্রিকেটারের খেলার জন্য প্যাশন থাকে তাহলে তাঁর চাপ বলে কিছু থাকে না। উল্লেখ্য, কপিল দেবের বিভিন্ন সময় করা সমালোচনাকে অনেকেই যে ভালোভাবে না তা ঠারেঠোরে তাঁরা বুঝিয়েও দেন। আইপিএল না খেলার পরামর্শকে ক্রিকেটাররা কী চোখে দেখবেন সেদিকেও নজর রাখছেন ক্রিকেটপ্রেমীরা।

কপিল আরও বলেন, আমি আমেরিকান শব্দ প্রেসার কিংবা ডিপ্রেশনের অর্থ বুঝি না। কৃষক পরিবার থেকে এসেছি খেলার প্রতি প্যাশন নিয়ে। ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যাতে খেলার সময় বৃষ্টি না হয়। ক্রিকেটকে উপভোগ করেছি বলেই খেলেছি। ভালোবাসাতেও চাপ থাকে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

খেলার প্রতি ভালোবাসা আমাদের অটুট। ফলে খেলা উপভোগ করলে সেখানে চাপ বলে কিছুই থাকে না। কপিল বুঝিয়ে দিয়েছেন এখনকার ক্রিকেটারদের দেশের প্রতি আবেগ কমে গিয়েছে। শুধুই আইপিএলের পয়সার পেছনে ছুটছে তারা।

বাংলা খবর/ খবর/খেলা/
দেশের হয়ে খেলার সময় যত চোট, আইপিএলে তো হয় না! মৌচাকে ঢিল কপিলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল