ইংল্যান্ডের পেসার টাইমাল মিলস সম্প্রতি এক অনন্য সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বিশ্বের প্রথম পেশাদার ক্রিকেটার হিসেবে OnlyFans-এ যোগ দিয়েছেন। সাধারণত প্রাপ্তবয়স্ক কনটেন্টের জন্য পরিচিত এই প্ল্যাটফর্মে মিলসের উদ্দেশ্য একেবারেই ভিন্ন। তিনি জানিয়েছেন, এটি তার ভক্তদের সঙ্গে ক্রিকেট এবং জীবনধারা নিয়ে ঘনিষ্ঠভাবে যোগাযোগের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করবেন।
৩২ বছর বয়সী এই ক্রিকেটার The New York Times-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তার OnlyFans অ্যাকাউন্টে থাকবে ক্রিকেটের পর্দার অন্তরালের গল্প, ইনজুরির অভিজ্ঞতা এবং ব্যক্তিগত মতামত—কোনো গ্ল্যামার বা বিতর্কিত কনটেন্ট নয়। “এখানে গ্ল্যামারাস কিছুই থাকবে না,” বলেন মিলস। “এটা শুধু ক্রিকেট আর বাস্তব জীবনের গল্প।”
advertisement
মিলসের মতে, OnlyFans তার ভক্তদের সঙ্গে আরও ব্যক্তিগতভাবে সংযোগের সুযোগ করে দেবে, যেটা সাধারণ সোশ্যাল মিডিয়ায় সম্ভব হয় না। তিনি বলেন, যারা সত্যিই আগ্রহী, তারা সরাসরি তার সঙ্গে কথা বলতে পারবেন। যদিও বর্তমানে অ্যাকাউন্টটি ফ্রি সাবস্ক্রিপশনের জন্য খোলা, ভবিষ্যতে কিছু কনটেন্ট পেইড হতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।
আরও পড়ুনঃ Asia Cup 2025: এশিয়া কাপে বাদ খোদ অধিনায়কই! কে পাচ্ছেন দায়িত্ব? বড় চমক দেবে ভারতীয় দল!
টাইমাল মিলস একসময় ইংল্যান্ডের সম্ভাবনাময় টি-টোয়েন্টি পেসার হিসেবে বিবেচিত হলেও, তার কেরিয়ার বারবার থেমে গেছে ইনজুরির কারণে। ইংল্যান্ডের হয়ে ১৬টি টি-টোয়েন্টি খেলে ১৪টি উইকেট নেওয়া মিলস আইপিএলে আরসিবি এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও খেলেছেন। বর্তমানে তিনি ‘The Hundred’ টুর্নামেন্টে সাউদার্ন ব্রেভ-এর হয়ে খেলছেন।
আরও পড়ুনঃ ২০২৭ বিশ্বকাপ খেলবেন না রোহিত-কোহলি! এবার কি ওডিআই থেকেও অবসর? বড় আপডেট
মিলসের এই সিদ্ধান্ত ক্রীড়াবিদদের নিজেদের কাহিনি বলার নতুন পথ দেখাচ্ছে। প্রথাগত মিডিয়ার বাইরে গিয়ে ব্যক্তিগত প্ল্যাটফর্ম বেছে নেওয়ার এই পদক্ষেপ হয়তো ভবিষ্যতের অনেক অ্যাথলিটকে অনুপ্রাণিত করবে। তবে OnlyFans-এর মতো প্ল্যাটফর্মে শুধু ক্রিকেট নির্ভর কনটেন্ট ভক্তরা কতটা গ্রহণ করবেন, সেটাই এখন দেখার বিষয়।