সোমবার, ২৯ এপ্রিল ছিল ফকনারের জন্মদিন ৷ মা ও প্রিয় বন্ধু সঙ্গে ছবিও পোস্ট করেছিলেন ৷ কিন্তু এই ছবি দেখে নেটিজেনদের প্রশ্ন ছিল, ফকনারের এই বন্ধুই কি তাঁর পুরুষ সঙ্গী ? তিনি কি সমকামী ? যদিও এর উত্তর দিতে বিশেষ সময় নেননি ফকনার ৷
ইনস্টাগ্রামে অস্ট্রেলিয় অলরাউন্ডার লেখেন, ‘‘গত রাতের আমার সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি গে নই। যদিও LGBT কমিউনিটির প্রতি আমার সমর্থন রয়েছে। ভালবাসা ভালবাসাই। রব জাব আমার খুব ভাল বন্ধু ৷ ’’
advertisement
Location :
First Published :
April 30, 2019 4:54 PM IST