সবে সবেই ধনশ্রী নিজের নতুন একটি ডান্স ভিডিও শেয়ার করেছেন৷ এই নাচ আবার পর্দার পিছন থেকে দেখছেন চাহাল৷
ধনশ্রী ভর্মা নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করেছেন৷ স্বভাবসিদ্ধ ভাবেই নিজের শরীরি আন্দোলনে ফের একবার তুফান তুলেছেন তিনি৷ এটা অবশ্য তাঁর জন্য কোনও নতুন কথা নয়৷ কিন্তু ফ্যানরা এই ভিডিওতে বাড়তি মজা পেয়েছেন কারণ এতে দেখা যাচ্ছে স্ত্রী সামনে নাচছেন আর পর্দার পিছনে দাঁড়িয়ে সেটা দেখছেন যুজবেন্দ্র চাহাল৷ আসলে পর্দার পিছনে তাঁদের পোষ্যরাও নাচছে আর সবার নাচই দেখছেন ভারতীয় দলের এই ক্রিকেটার৷
advertisement
পর্দার পিছন থেকে চাহালের প্রতিবিম্ব সকলের দৃষ্টি আকর্ষণ করছে৷ ভিডিও শেয়ার করে ধনশ্রী ক্যাপশন দিয়েছেন , জব আপকে পাস সবসে আচ্ছে দর্শক হো, যো আপকো দেখ রাহা হো, ও কহতে হ্যায় ঘর সে কাম করো, ইস তরহ ওয় মেরে ভিডিও মে দেখনা চাহতা হ্যায়- অর্থাৎ যখন আপনার কাছে সবচেয়ে ভালো দর্শক আছে আর সে ঘর থেকে কাজ করছে আর আমার ভিডিও দেখতে চাইছে৷
ধনশ্রী আসলে পেশাদার নৃত্যশিল্পী এবং চিকিৎসক৷ এই ভিডিওতে চাহাল নিজের ইমোজি রিয়েকশন দিয়েছেন এই ভিডিও পোস্টে৷
গত বছর ডিসেম্বর মাসে বিয়ে সারেন এই সেলেব কাপল৷ এই দুজন বেশ কিছুদিন প্রেম করার পর নিজেদের সম্পর্কের কথা সামনে আনেন৷ ধনশ্রী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে স্বামীর দলকে সমর্থণ করে নাচ করতেন৷ হঠাৎ করেই আইপিএল শেষ হয়ে গেছে৷ এবারের আইপিএলে আরসিবি ভালো পারফর্ম করলেও চাহালের ব্যক্তিগত পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না৷