চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই ফল হলে দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে৷ আইসিসি শুক্রবার এই বড় সিদ্ধান্ত নিয়েছে৷ তাদের কথায় খেলার ফলাফল যদি অমীমাংসিত থেকে যায় তাহলে দুপক্ষকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে ৷ ভারত ও নিউজিল্যান্ড সেক্ষেত্রে ঐতিহাসিক প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের যুগ্ম বিজয়ী ঘোষিত হবে৷ এদিকে যদি বৃষ্টি বা অন্য কোনও কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু না হয় সেক্ষেত্রে রিজার্ভ ডে রাখা রয়েছে৷
advertisement
ঐতিহাসিক ফাইনাল নিয়ে আইসিসি -র বড় ঘোষণা-
প্রথমবারের ঐতিহাসিক লড়াই গ্রেড ১ ডিউক বলে খেলা হবে৷
বর্তমানে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সফরে আইসিস পুরুষ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের সঙ্গে লাগু হওয়া নিয়ম ইন্টারন্যাশানাল প্লেয়িং কন্ডিশনে যে বদল এসেছে তাই জারি হবে ফাইনালে৷
শর্ট রান- থার্ড আম্পায়ার অন ফিল্ড আম্পায়ার শর্ট রানের বিষয়ে সিদ্ধান্ত নেবেন৷ আর পরের বল ছোঁড়ার আগে তিনি মাঠে থাকা আম্পায়রকে সূচিত করবেন৷
প্লেয়ার রিভিউ- মাঠে থাকা অধিনায়ক বা আউট হওয়া ক্রিকেটার আম্পায়রের কাছে এলবিডাব্লু-র সিদ্ধান্ত জানতে পারবেন৷ তিনি দেখবেন যে এলবিডাব্লু সিদ্ধান্তের জন্য যেটা গেছে সেই বলটা আদৌ ক্রিকেটার সকারাত্মকভাবে স্ট্রোক প্লে-র চেষ্টা করেছেন কিনা৷
ডিআরএস রিভিউ- এলবিডব্লিউ পর্যালোচনাগুলির জন্য, স্টাম্পের চারপাশে একই আম্পায়ারের কল মার্জিন উচ্চতা এবং প্রস্থ উভয়ই নিশ্চিত করার জন্য উইকেট জোনের উচ্চতার মার্জিনটি স্টাম্পের শীর্ষে উঠানো হয়েছে।