advertisement
এ দিন টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তানের বাউন্সার খেলার করুণ অবস্থা দেখে, ইংল্যান্ডও বাউন্সারকেই অস্ত্র করে৷ কিন্তু পাকিস্তানের ওপেনিং জুটি ইমাম উল হক ও ফখর জামানের অনবদ্য ইনিংসই ভিত গড়ে দেয় পাক বাহিনীর৷ ইমামের আউট হওয়ার পর পর হাল ধরেন বাবর আজম৷ ৬৬ বলে ৬৩ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি৷ পাকিস্তানের স্কোর বোর্ডকে অন্য মাত্রায় পৌঁছে দেয় মহম্মদ হাফিজের ৬২ বলে ৮৪ রান৷
হাফিজকে যোগ্য সঙ্গত দেয় সরফরাজ৷ পাকিস্তান ৫০ ওভারে ৩৪৮ রানের পাহাড়প্রমাণ রান করে৷
জবাবে ব্যাট করতে নেমে ৩৩৪ রান করে ইংল্যান্ড৷ ইংল্যান্ডের শুরুটা নড়বড়ে হলেও ম্যাচের হাল ধরেন জো রুট ও জস বাটলার৷ দু জনেরই দুরন্ত সেঞ্চুরি৷ জো রুটের ১০৭ রানের ইনিংস ও বাটলারের ১০৩ রানে ভর করে ৩০০ রানের গণ্ডি পেরিয়ে যায় ইংল্যান্ড৷ কিন্তু ওই দুই উইকেট পড়তেই তাসের ঘরের মতো পড়ে থাকে ইংল্যান্ডের ব্যাটিং৷
একই সঙ্গে পাকিস্তানের অনবদ্য বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড৷