গোটা টুর্নামেন্টেই আঁটোসাঁটো পারফরম্যান্স রেখেছিল অ্যালবিসেলেস্তে৷ রবিবার ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারানো, নিজের ক্যাবিনেটে প্রথম জাতীয় দলের জার্সিতে ট্রফি, টুর্নামেন্ট সেরা আনন্দ করার কারণ তো অনেক৷ তাই চাপা স্বভাবের মেসিও এদিন ভাসলেন আবেগে৷ আবেগে ভাসলেন তাঁর স্ত্রী অ্যান্তোনেলা৷
advertisement
অ্যান্তোনেলা নিজের সোশ্যাল মিডিয়ায় স্টোরিতেও আর্জেন্টিনার সাফল্যের একাধিক ছবি তুলে ধরেছেন৷
তবে সব কিছুকে ছাপিয়ে গেছে মেসির তিন ছেলের সেলিব্রেশন৷ ভামোস আর্জেন্টিনা চিৎকারে মাতোয়ারা করে দিয়েছেন থিয়েগো, মাতেও ও সিরো৷ ভারি মিষ্টি সেই ভিডিও ঝড়ের গতিতে হয়েছে ভাইরাল৷
কয়েক ঘণ্টার মধ্যেই মেসির স্ত্রী অ্যান্তোনেলার সোশ্যাল হ্যান্ডেলে থেকে শেয়ার হওয়া সেই ভিডিও ৩২ লক্ষ ভিউও ছাড়িয়ে গেছে৷