ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইল (Chris Gayle), নিউজিল্যান্ডের জেসি রাইডার (Jesse Ryder) এবং শ্রীলঙ্কার দিসারা পেরেরা (Thisara Perera) ছিলেন এই টুর্নামেন্টের মূল আকর্ষণ। টুর্নামেন্ট আয়োজন করেছিল যুবা সোসাইটি (Yuva Society), এটি একটি অলাভজনক সংস্থা। জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন (J&K Cricket Association)-এর সহযোগিতায় হয় টুর্নামেন্ট।
রবিবার বক্সী স্টেডিয়াম (Bakshi Stadium) ছিল সম্পূর্ণ ফাঁকা, প্রায় ৪০ জন খেলোয়াড় হোটেলে আটকে ছিলেন। সবারই টাকা বাকি। ইংল্যান্ডের আম্পায়ার মেলিসা জুনিপার (Mellissa Juniper) বলেছেন, “আয়োজকরা হোটেল থেকে পালিয়েছে। ওরা হোটেল, খেলোয়াড় বা আম্পায়ার— কাউকেই টাকা দেয়নি। আমরা হোটেলের সঙ্গে একটা সমঝোতায় পৌঁছেছি যাতে খেলোয়াড়রা বাড়ি ফিরে যেতে পারেন। তাদের পরিবারের থেকে দূরে এখানে আটকে রাখা অন্যায়।”
advertisement
দ্য রেসিডেন্সি হোটেল (The Residency Hotel)–এর এক কর্তা জানান, ১০ দিন আগে যুবা সোসাইটি প্রায় ১৫০টি ঘর খেলোয়াড়দের থাকার জন্য বুক করেছিল। রবিবার আকস্মিকভাবে টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৪০ জন খেলোয়াড়, আম্পায়ার ও সংশ্লিষ্ট কর্তারা হোটেলে আটকে পড়েন। টাকা না পেয়ে হোটেল থেকে ছাড়া হয়নি গেইলকেও।
আরও পড়ুন- বিশ্বকাপজয়ী একমাত্র বাঙালি…! সৌরভ, ঝুলন যা পারেননি, পারলেন শিলিগুড়ির মেয়ে!
টুর্নামেন্ট ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার পারভেজ রাসুল (Parvez Rasool) খেলেছিলেন। তিনি জানান, কিছু খেলোয়াড়কে সাময়িকভাবে হোটেল ছাড়তে বাধা দেওয়া হয়েছিল। পরে বিষয়টি সমাধান করা হয়।
