TRENDING:

হাতে গিটার, একেবারে ‘হটকে’ লুকে সৌরভ, ছবি পোস্টের সঙ্গে সঙ্গেই ভাইরাল হলেন দাদা

Last Updated:

তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার সঙ্গে সঙ্গেই বিসিসিআই প্রেসিডেন্টের ছবি পোস্ট নিয়ে প্রশ্ন তুলছেন নিন্দুকরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  সৌরভ গঙ্গোপাধ্যায় এক দারুণ ডায়নামিক ব্যক্তিত্ব ৷ সে সৌরভ জখন দেশের জার্সিতে ক্রিকেট খেলতেন আর আজ যখন বিসিসিআইয়ের সর্বোচ্চ গদি সামলান ৷ একইসঙ্গে বিসিসিআই প্রেসিডেন্ট ,তার সঙ্গে চুটিয়ে এনডর্সমেন্টের কাজ, কখনও আবার টিভি চ্যানেলের রিয়েলিট শো-র অ্যাঙ্করিং  সামলান অসম্ভব দক্ষতায় ৷ এবং সবতেই একেবারে পিকচার পারফেক্ট ফিনিশ দেন বাংলার মহারাজ ৷
advertisement

দাদা-র এই গুণগুলির জন্যেই শুধু বাঙালিরাই নয়, আপামোর ভারতীয়ই দারুণ ফ্যান ৷ দাদা অফ দ্য ফিল্ডেও দারুণ রঙিন ৷ নিজের পাড়ার পুজোয় এখনও বিন্দাস ঢাক বাজান বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট ৷ এই জন্যে দাদা-র সোশ্যাল হ্যান্ডেলেও ফলোয়ারের সংখ্যা দ্রুত গতিতে বাড়তেই থাকে ৷ এই মুহূর্তে ইনস্টাগ্রামে সৌরভের ফলোয়ারের সংখ্যা - প্রায় দশ লক্ষ ৷ তাই দাদা কোনও ছবি পোস্ট করলেই তা মুহূর্তে হয় ভাইরাল৷ আর সেটা যদি স্পেশাল হয় তাহলে তো একেবারে বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে ৷

advertisement

আরও পড়ুন -‘রেগে আগুন তেলে বেগুন’ - বিরাটকে ‘ব্যাঁকা’ প্রশ্ন সাংবাদিকের, তারপর যা হল...

সেরকরমই এক ছবি সোমবার সকালেই পোস্ট করলেন মহারাজ ৷ ছবিতে দেখা যাচ্ছে পরণে ফর্ম্যাল হাতে গিটার নিয়ে দারুণ পোজ দিয়েছেন তিনি ৷ নিজের ছবির ট্যাগলাইনে লিখেছেন - A little bit of music is good in life- অর্থাৎ একটু গান জীবনের জন্য ভালো ৷ এই অবধি সব ঠিকই ছিল ৷

advertisement

Photo Courtesy- Sourav Ganguly/ Instagram

তবে দাদার ছবি পোস্টের টাইমিং নিয়ে একটা গোল বেঁধেছে সোশ্যাল হ্যান্ডেলে ৷ আসলে সোমবার সকালেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টেও হোয়াইট ওয়াশই সঙ্গী হয়েছে টিম ইন্ডিয়ার ৷ যা নিয়ে সমালোচনা নানা মহলে ৷ আর সেটা নিয়েই সকলে সরব হয়েছেন .অফ সাইডের ভগবান এখন ভারতীয় ক্রিকেট ম্যানেজেমেন্টের টপ বস ৷ তাদের প্রশ্ন কী করে সৌরভ পারলেন ভারতের এমন লজ্জাজনকের পারফরম্যান্সের দিনে দাদা হাতে গিটার ধরে গানে মজলেন!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Photo Courtesy- Sourav Ganguly/ Instagram

বাংলা খবর/ খবর/খেলা/
হাতে গিটার, একেবারে ‘হটকে’ লুকে সৌরভ, ছবি পোস্টের সঙ্গে সঙ্গেই ভাইরাল হলেন দাদা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল