দাদা-র এই গুণগুলির জন্যেই শুধু বাঙালিরাই নয়, আপামোর ভারতীয়ই দারুণ ফ্যান ৷ দাদা অফ দ্য ফিল্ডেও দারুণ রঙিন ৷ নিজের পাড়ার পুজোয় এখনও বিন্দাস ঢাক বাজান বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট ৷ এই জন্যে দাদা-র সোশ্যাল হ্যান্ডেলেও ফলোয়ারের সংখ্যা দ্রুত গতিতে বাড়তেই থাকে ৷ এই মুহূর্তে ইনস্টাগ্রামে সৌরভের ফলোয়ারের সংখ্যা - প্রায় দশ লক্ষ ৷ তাই দাদা কোনও ছবি পোস্ট করলেই তা মুহূর্তে হয় ভাইরাল৷ আর সেটা যদি স্পেশাল হয় তাহলে তো একেবারে বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে ৷
advertisement
আরও পড়ুন -‘রেগে আগুন তেলে বেগুন’ - বিরাটকে ‘ব্যাঁকা’ প্রশ্ন সাংবাদিকের, তারপর যা হল...
সেরকরমই এক ছবি সোমবার সকালেই পোস্ট করলেন মহারাজ ৷ ছবিতে দেখা যাচ্ছে পরণে ফর্ম্যাল হাতে গিটার নিয়ে দারুণ পোজ দিয়েছেন তিনি ৷ নিজের ছবির ট্যাগলাইনে লিখেছেন - A little bit of music is good in life- অর্থাৎ একটু গান জীবনের জন্য ভালো ৷ এই অবধি সব ঠিকই ছিল ৷
তবে দাদার ছবি পোস্টের টাইমিং নিয়ে একটা গোল বেঁধেছে সোশ্যাল হ্যান্ডেলে ৷ আসলে সোমবার সকালেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টেও হোয়াইট ওয়াশই সঙ্গী হয়েছে টিম ইন্ডিয়ার ৷ যা নিয়ে সমালোচনা নানা মহলে ৷ আর সেটা নিয়েই সকলে সরব হয়েছেন .অফ সাইডের ভগবান এখন ভারতীয় ক্রিকেট ম্যানেজেমেন্টের টপ বস ৷ তাদের প্রশ্ন কী করে সৌরভ পারলেন ভারতের এমন লজ্জাজনকের পারফরম্যান্সের দিনে দাদা হাতে গিটার ধরে গানে মজলেন!
