চিফ এক্সিকিউটিভ কমিটি (সিইসি) সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন পুরুষ ক্রিকেট কমিটির সুপারিশ অনুমোদন করার পর আইসিসি নিয়মের বেশ কয়েকটি পরিবর্তন ঘোষণা করেছে।
এই বৈঠকে এমসিসির ২০১৭ সালের ক্রিকেট আইনের তৃতীয় আপডেট এডিশন নিয়ে আলোচনা হয়। এটি মহিলা ক্রিকেট কমিটির সাথেও শেয়ার করা হয়েছিল।
আরও পড়ুন- ‘কোহলি- ধোনির পুজো বন্ধ হোক’ - নিদান হাঁকলেন গৌতম গম্ভীর, দাগলেন বড় তোপ
advertisement
"আইসিসি ক্রিকেট কমিটির প্রথম বৈঠকে সভাপতিত্ব করা আমার জন্য সম্মানের বিষয়," সৌরভ একটি অফিসিয়াল রিলিজে বলেছেন। কমিটির সদস্যদের মূল্যবান অবদানে আমি খুশি। গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় সুপারিশ করা হয়েছে। আমি সমস্ত সদস্যদের তাদের প্রয়োজনীয় ইনপুট এবং পরামর্শের জন্য ধন্যবাদ জানাই।
এবার দেখে নেওয়া যাক কোন কোন নিয়মে বদল হল-
যদি কোনো ব্যাটসম্যান ক্যাচ আউট হয়, সেক্ষেত্রে মাঠে নতুন ব্যাটসম্যান স্ট্রাইক নেবেন। এমনকী বিদায়ী ব্যাটসম্যান এবং অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যান ক্যাচ নেওয়ার সময় পিচে একে অপরকে অতিক্রম করে গেলেও। আইসিসি জানিয়েছে, 'একজন ব্যাটসম্যান আউট হলে নতুন ব্যাটার ওই একই প্রান্তে থাকবেন।'
করোনা ভাইরাস মহামারীর সময় বল উজ্জ্বল করতে লালার ব্যবহার সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল আইসিসি। ক্রিকেটের আইনের তত্ত্বাবধায়ক মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) বলে লালার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার জন্য ২০২২ সালের মার্চ মাসে সুপারিশ করেছিল। আইসিসির জারি করা বিবৃতি অনুযায়ী, 'এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেটে দুবছরেরও বেশি সময় ধরে কার্যকর রয়েছে। এখন এই নিষেধাজ্ঞা স্থায়ী করাই সঙ্গত বলে মনে হচ্ছে।
আরও পড়ুন- পেস নয়, যেন মেশিনগানের গুলি! পাকিস্তানের জোরে বোলারদের নিয়ে বিশেষ ছক ভারতের
ক্রিকেটের বিশ্বব্যাপী নিয়ন্ত্রক সংস্থা মানকাডিং বৈধ করে দিল। আগে খেলা চলাকালীন নন-স্ট্রাইকারকে রান আউট করা অনুচিত বলে বিবেচিত হত। এই আউট নিয়ে বেশ কয়েকবার বিতর্ক সৃষ্টি হয়েছে। ভারতীয় অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের মতো অনেকেই এই আউট সমর্থন করেছিলেন।
বোলারের রান আপের সময় ফিল্ডাররা কোনও খারাপ ব্যবহার করলে আম্পায়ার সেই বলটিকে 'ডেড বল' ঘোষণা করবেন। ব্যাটিং করা দলকে পাঁচটি পেনাল্টি রান দেওয়া হবে।
নতুন ব্যাটসম্যানের হাতে থাকবে ২ মিনিট সময়। আইসিসি জানিয়েছে, 'টেস্ট এবং ওয়ানডেতে নতুন ব্যাটসম্যানেকে দুমিনিটের মধ্যে মাঠে নামার জন্য প্রস্তুত হতে হবে। টি-টোয়েন্টিতে ৯০ মিনিটের বর্তমান সময়সীমা আগের মতোই চলবে।
