সনৎ জয়সূর্যের রেকর্ড ভাঙলেন রোহিত ৷ ওডিআই ওপেনার হিসাবে জয়সূর্যের রান ছিল ২৩৮৭ , আর রোহিত বছর শেষ করলেন ঝুলিতে
২৪৪১ রান নিয়ে ৷ বারাবাটি স্টেডিয়ামে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে রোহিত ৬৩ বলে ৬৩ রান করেন রোহিত ৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ৮ টি চার ও ১ টি ছয় দিয়ে ৷ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ১৫৯ রানের ইনিংস খেলে এ বছরের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন রোহিত শর্মা ৷ আর এদিন আরও রান যোগ করে নিজের প্রথম স্থান মজবুত করার পাশাপাশি মাতারা ড্যাশারের এত বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন ৷
advertisement
এদিকে এদিনের ম্যাচে রোহিতের রেকর্ডের পাশাপাশি ভারত ওয়েস্টইন্ডিজকে হারিয়ে টানা ১০ টি সিরিজ জয়েক কৃতিত্ব অর্জন করে ৷ ৮ বল আর ৪ উইকেট হাতে থাকতেই কটকে ম্যাচ জয় টিম ইন্ডিয়ার ৷ আর এরই জেরে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ২-১ একদিনের ,সিরিজ জিতে নিল কোহলি এন্ড কোং৷এদিনের ম্যাচে ভারতীয় ইনিংসে চমৎকার শুরুটা করেছিলেন দুই ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ও কেএল রাহুল ৷ প্রথম উইকেটে এই জুটি তোলে ১২২ রান ৷ কিন্তু এরপরেই রোহিত ৬৩ বলে ৬৩ রান করে আউট হওয়ার পর , রাহুল ৭৯ বলে ৭৭ রান করেন ৷
আরও দেখুন