advertisement
আউট হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পরই পন্থ টের পান তাঁর মাথা খুবই ঘুরছে ৷ দুটি ইনিংসের ব্রেকে যে অনুশীলন হয় সে সময়ও মাঠে নামতে পারেননি তিনি ৷ এদিকে পন্থের পরিস্থিতির ওপর টিম ইন্ডিয়া নজর রেখেছে ৷ এবং তাঁর চোট কতটা গুরুতর তা স্পেশালিস্টকে দিয়েই পর্যবেক্ষণ করানো হচ্ছে ৷
আরও পড়ুন - #Viral: ভ্যানিশ! মা বাবা চিৎকার করছে কোথায় গেল মেয়ে, তারপর যা যা হল...
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে লজ্জার হার হয়েছে ভারতের ৷ এদিন রোহিত শর্মার উইকেট তাড়াতাড়ি হারালেন ধাওয়ান ও কেএল রাহুলের জুটিতে ওঠে ১২১ রান ৷ ধাওয়ান ৭৪ ও রাহুল ৪৭ রান করেছিলেন ৷ কিন্তু এরপর কেউই সেভাবে দাগ কাটতে পারেননি ৷ ফলে ৪৯.১ ওভারে ২৫৫ রানে অলআউ হয়ে যায় ভারত ৷ অস্ট্রেলিয়া একটিও উইকেট না হারিয়ে ৩৭.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ৷
প্রথম ম্যাচের হারের পর যেমন ভুলগুলি খতিয়ে দেখছে টিম ইন্ডিয়া, ঠিক তেমনিই ঋষভ পন্থের চোটকেও ধারাবাহিকভাবে নজরে রাখা হয়েছে ৷
আরও দেখুন