বঙ্গকন্যার আগে স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শেফালি বর্মা, রাধা যাদবরা জনপ্রিয় এই বিগ ব্যাশ লিগে সই করেছেন। চলতি অস্ট্রেলিয়া সফরে ভারতীয় মহিলা একদিনের দলে অভিষেক হয় শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষের (Richa Ghosh)। সিরিজের তিনটি ম্যাচে নজর কাড়েন রিচা। একজন উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ভারতীয় দলে সুযোগ পান রিচা। প্রথম দুটি ম্যাচে ভালো ব্যাট করেন রিচা। উইকেটরক্ষক হিসেবেও নজর কাড়েন। মহিলাদের ক্রিকেটে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক ম্যাচে রিচা ২৯ বলে ৩২ রান করেন। দ্বিতীয় ম্যাচে ৫০ বলে ৪৪ রান করেন। দুই ইনিংসেই রিচার আগ্রাসী ব্যাটিংয়ের লক্ষ্য করা যায়। তৃতীয় ম্যাচে রান না পেলেও উইকেটের পেছনে গুরুত্বপূর্ণ কয়েকটি ক্যাচ ধরেন তিনি।
advertisement
আরও পড়ুন - IPL 2021 Points Table: জমে ক্ষীর IPL-র পয়েন্ট টেবল, KKR ম্যাচের আগে জানুন অঙ্ক
বঙ্গকন্যার পারফরম্যান্সের প্রশংসা করেন দলের অধিনায়ক মিতালি রাজ। মনে করা হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে মহিলাদের বিগ ব্যাশ লিগে সুযোগ পেলেন ১৭ বছরের রিচা ঘোষ। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় জার্সিতে অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে রিচার। বিগ ব্যাশ লিগে রিচা হোবার্ট হ্যারিকেনসের জার্সিতে মাঠে নামবেন। অন্যদিকে স্মৃতি মান্ধানা ও বাংলার আরেক ক্রিকেটার দীপ্তি শর্মা গতবারের চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের হয়ে খেলবেন। শেফালি বর্মা এবং রাধা যাদব মাঠে নামবেন সিডনি সিক্সার্সের জার্সিতে।
জনপ্রিয় বিগ ব্যাশ লিগে (Big Bash) রিচা ঘোষ (Richa Ghosh) সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত বঙ্গ ক্রিকেটমহল। এই টুর্নামেন্টের অভিজ্ঞতা আগামী দিনে রিচার কাজে লাগবে বলে মনে করেন বাংলার মহিলা দলের প্রাক্তন কোচ শিব শংকর পাল (Shib Shankar Paul)। শিলিগুড়িতে রিচার বাড়িতে এই সুযোগ পাওয়ার খবরে খুশির মেজাজ।
ERON ROY BURMAN