আরও পড়ুন -হট অবতারে Suhana Khan, অপূর্ব পোশাকে ফের ধরা পড়ল খোলামেলা যৌবন
সেই সময় থেকেই তাঁর বাবা ব্রেন হ্যামারেজের সঙ্গে লড়াই করছিলেন৷ সে সময় তিনি আইসিইউতে ভর্তি ছিলেন৷ এর জেরে নিজের ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনে খুবই অসুবিধায় ছিলেন৷ তিনি জানিয়েছেন নিজের বাবাকে নিয়ে সবসময় ভয় লাগত৷ বাবা-র মৃত্যুর ঘটনায় তিনি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছেন৷
advertisement
পার্থিব ২০১৯ সালে আইপিএলের এক একটি ম্যাচ শেষ করে ড্রেসিংরুমে যেতেন তখন ভয়ে ভয়ে ফোন দেখতেন৷ ভাবতেন এই বুঝি না হাসপাতাল থেকে কোনও খারাপ খবর আসে৷ ২০১৯-র আইপিএল শুরু হওয়ার আগে নিজের বাবা-র বিষয়ে সকলকে জানিয়েছিলেন৷ তাঁর বাবা লম্বা সময় হাসপাতালে ভর্তি ছিলেন৷
পার্থিব প্যাটেল সে সময় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাঁর বাবা হঠাৎ করে পড়ে গিয়েছিলেন৷ তারপর তাঁর বাবা টানা ১২ দিন আইসিইউতে ছিলেন৷ সেই সময় ১০ দিন ধরে বাড়িও যেতে পারেননি পার্থিব প্যাটেল৷ যার ফলে ক্রিকেটও খেলতে পারেননি তিনি৷