পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত প্রত্যন্ত গ্রাম জামিট্যা। এই জামিট্যা গ্রামে রয়েছে একটি স্পোর্টস অ্যাকাডেমি। এই অ্যাকাডেমিতে প্রায় ৮০ জন ছাত্র ক্রিকেটের প্রশিক্ষণ নেয়। কলকাতার বিখ্যাত ক্রিকেট ক্লাব সাহাপুর স্পোর্টিং সিএবি পরিচালিত ক্রিকেট ডিভিশনের সেকেন্ড ডিভিশনের বাছাই পর্ব আয়োজন করে। আর সেই বাছাই পর্বে তমলুকের জামিট্যার ওই অ্যাকাডেমি থেকে নয় জন ক্রিকেটার উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ হওয়া শিক্ষানবিস ক্রিকেটারের কলকাতায় আরও উন্নতমানের কোচিং সহ কলকাতার মাঠে ক্রিকেট খেলার সুযোগ পাবে।
advertisement
আরও পড়ুন: পিচ রাস্তার একেবারে ধারে ট্রান্সফর্মার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা
এ বিষয়ে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির বি লেভেলের কোচ অরিজিৎ মজুমদার জানান, ‘বর্তমান সময়ে জেলাতেও ক্রিকেট প্রতিভা পিছিয়ে নেই। জেলায় জেলায় নতুন ক্রিকেট প্রতিভার অনুসন্ধান চলছে। প্রত্যন্ত গ্রামের এই অ্যাকাডেমিতে বেশ কয়েকজন প্রতিশ্রুতিমান ক্রিকেটার রয়েছে। যাদের অন্যতমের প্রশিক্ষণ দরকার। এই প্রত্যন্ত গ্রাম থেকে নয় জন ক্রিকেটারকে আমরা শর্টলিস্ট করেছি। আগামী দিনে তারা কলকাতার লিগে বিভিন্ন বিভাগে খেলার সুযোগ পাবে।’
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মূলত আন্ডার থার্টিন, ফিফটিন এবং সিক্সটিন বিভাগে খেলার সুযোগ পাবে এই নয় জন ক্রিকেটার। গ্রাম্য পরিবেশে বেড়ে উঠার সঙ্গে সঙ্গে ক্রিকেট খেলার স্বপ্নকে আরও জোরদার হল ওই সব ক্রিকেটারদের। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই ক্রিকেটাররা এবার দাপট দেখাবে কলকাতার মাঠে। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত জামিট্যা গ্রামে এই ক্রিকেট অ্যাকাডেমির পরিচালন কমিটির মাথায় রয়েছেন ভারতের জাতীয় দলের কোচিং স্টাফের থ্রো ডাউন স্পেশালিস্ট দয়ানন্দ গরানি।
সৈকত শী