বিসিসিআই নিজেদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ওপেনিং ব্যাটসম্যান ময়ঙ্ক আগরওয়াল (Mayank Agarwal Injured) ব্যাটিং অনুশীলন করার সময় চোট পেয়েছেন৷ ময়ঙ্কের মাথায় বল লেগেছে৷ বিসিসিআইয়ের মেডিক্যাল দল ময়ঙ্ককে পরীক্ষা করে দেখেছেন৷ তাঁর কনকাশন টেস্টও হয়৷ তাঁর মধ্যে কনকাসনের লক্ষণ দেখা গেছে৷ তারপরেই তাঁকে প্রথম টেস্ট থেকে বাদ দেওয়া হয়৷ ময়ঙ্কের অবস্থা এখন স্থিতিশীল, তাঁকে মেডিক্যাল দলের পর্যবেক্ষণে রাখা হয়েছে৷
advertisement
এই নিয়ে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্টের আগে চতুর্থ ক্রিকেটার চোট পেলেন৷ ৪ অগাস্ট থেকে শুরু হবে খেলা৷ শুভমন গিল, ওয়াশিংটন সুন্দর এবং আবেশ খান আগেই চোট পেয়েছিলেন৷ এঁরা পুরো সিরিজ থেকেই বেরিয়ে গেছেন৷ এদিকে এখনও অবধি ময়ঙ্ক আগরওয়াল প্রথম টেস্টে খেলবেন না সেটা নিশ্চিত হয়েছে৷ শুভমান ও ওয়াশিংটনের পরিবর্ত হিসেবে ইংল্যান্ডে সূর্যকুমার যাদব ও পৃথ্বী শ যাচ্ছেন৷ তাঁদের তৃতীয় টেস্ট থেকে পাওয়া যাবে৷
ময়ঙ্কের চোট ভারতীয় দলের বড় ধাক্কা৷ কারণ তিনি ভালো ফর্মে ছিলেন৷ অনুশীলনে অল্পের জন্য অর্ধশতরান করতে পারেননি তিনি৷ ২৮ বলে ৪৭ রান করেন৷ ময়ঙ্ক প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়ায় ভারতীয় দলের জন্য বড় সমস্যা হল৷ প্রথম টেস্টে আবার নতুনভাবে কম্বিনেশন ভাবতে হবে ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ককে৷
