TRENDING:

Ind vs Ban : দুরন্ত ময়াঙ্ক, দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর 493/6

Last Updated:

ময়াঙ্কের দারুণ দ্বিশতরান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইনদওর : সব কিছুকে ছাপিয়ে গেলেন ময়াঙ্ক আগরওয়াল ৷ নিজের অষ্টম টেস্টে দ্বিতীয় দ্বি শতরান করে ফেললেন ময়াঙ্ক ৷ গত মাসে দক্ষিণ আফ্রিকা-র বিরুদ্ধে ২১৫ রান করেছিলেন ভাইজাগে ৷ তারপর আবার দ্বিশতরান বাংলাদেশের বিরুদ্ধে ৷ ৩৩০ বলে ২৪৩ রান করেন ময়াঙ্ক  আগরওয়াল ৷ তাঁর অনবদ্য ইনিংস সাজানো ২৮ টি চার ও ৮ টি ছয় দিয়ে ৷
advertisement

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হল ৬ উইকেটে ৪৯৩ রানে ৷ এদিন ১৮২ বলে ৮৬ রান করে আউট হয়ে যান অজিঙ্ক রাহানে ৷ তাঁর ইনিংসে ছিল ৯ টি চার ৷ বিরাট ও রোহিতের ফ্লপ প্রথম ইনিংসে অজিঙ্ক রাহানে আরও বড় কিছু করতে পারতেন, কিন্ত একটুর জন্য শতরান মিস হল ৷

advertisement

ঋদ্ধিমান সাহা ১২ বলে ১১ রান করেন ৷ ৭৬ বলে ৬০ রানে ব্যাটিং করছেন রবীন্দ্র জাডেজা ও ১০ বলে ২৫ রান করে ব্যাট করছেন ৷

এর আগে গত বছরেই টেস্ট অভিষেক ঘটেছে তরুণ ময়াঙ্ক আগরওয়ালের ৷ এরইমধ্যে নিজের তিনটি শতরান সেরে ফেললেন তিনি ৷ টেস্টে এখনও অবধি ক্রিকেটের সেরা ফর্ম্যাট ৷ আর মাত্র আটটি ইনিংস খেলেই তিনটি শতরান করে ফেললেন তিনি ৷ বাংলাদেশের বিরুদ্ধে ইনদওরে প্রথম টেস্ট চলাকালীন এই শতরান ব্যাগে ঢোকালেন তিনি ৷

advertisement

এবাদত হোসেনের বলে সহজে ফ্লিক করে ২ রান নিয়ে নেন ৷ তাঁর ইনিংস সাজানো ১৫ টি চার দিয়ে আর আছে একটি ছয় রয়েছে ৷ এদিনের ইনিংসে বাংলাদেশ অবশ্য সুযোগ পেয়েছিল ময়াঙ্ককে আউট করার ৷ কিন্তু ওপেনারের ভাগ্য এদিন তার সঙ্গে ছিল ৷ ৩২ রানে ইমরুল কায়েস সিটার ড্রপ করেন ৷ ২৮ বছর বয়সীকে একবার এলবিডাব্লু দেওয়া হয়েছিল , কিন্তু ভারতীয় দল ডিআর এস নিয়ে তাঁকে ফিরিয়ে আনে ৷

advertisement

এদিকে শতরানের পর নিজের ক্রিকেটারকে উৎসাহ দেন অধিনায়ক বিরাট কোহলি ৷ তারপর তিনি ২০০ রান করার জন্য উৎসাহিত করেন কোহলি ৷ কোহলির বার্তার উত্তরে ময়াঙ্কও নিজের বুড়ো আঙুল তুলে সহমতের বার্তা দেন ৷ দেখে নিন সেই দারুণ মুহূর্তের ভিডিও ৷

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Ban : দুরন্ত ময়াঙ্ক, দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর 493/6