TRENDING:

Big News| ইংল্যান্ডের পেসারের হল করোনা

Last Updated:

যদি এখন সেই সুযোগ না হয় তাহলে হয়ত আবার বেশ খানিকটা পিছিয়ে যাবে ইংল্যান্ডের জার্সিতে তাঁর টেস্ট অভিষেক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লিডস: ভারত বনাম ইংল্যান্ডের  (India vs England) মধ্যে লিডসে তৃতীয় টেস্ট ম্যাচ চলছে৷ ভারতের চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (Virat Kohli) ইনিংসের সুবাদে খেলায় অনেকটা ফিরতে পেরেছে ভারত৷ তৃতীয় দিনের খেলার শেষে ভারত দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৫১ রান করে ফেলেছিল৷ কিন্তু তৃতীয় দিনের শেষে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৯ রানে পিছিয়ে ছিল৷ ২ দিনের খেলা বাকি ছিল৷ এরইমধ্যে ইংল্যান্ড শিবির থেকে বাজে খবর এল৷ ইংল্যান্ডের বোলার ব্রায়ডন কার্স করোনার কবলে৷ তাঁর রিপোর্ট পজিটিভ হয়েছে৷
advertisement

দ্য হান্ড্রেড লিগের সময় ব্রায়ডন করোনার শিকার হন৷ লিডসে তাঁর টেস্ট অভিষেক হওয়ার কথা ছিল৷ কিন্তু অতিমারির শিকার হয়ে যাওয়ায় তাঁর এই সোনার সুযোগ হাতছাড়া হয়েছে৷ স্টুয়ার্ট ব্রড, বেন স্টোকস, মার্ক উড ও জোফ্রা আর্চারের টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর ব্রায়ডনের সুযোগ হয়েছিল ইংল্যান্ডের জার্সিতে টেস্ট অভিষেকের৷  ডেইলিমেলের খবর অনুযায়ি তাই স্ট্যান্ডবয় হওয়ার করে দেওয়া হয়েছে৷

advertisement

এই ক্রিকেটার পাকিস্তানের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে খেলেছিলেন এবং নিজের পারফরম্যান্স দিয়ে কামাল করেছিলেন৷ ব্রায়ডন নিজের ভালো পেস এবং নিয়ন্ত্রিত বোলিং করেন৷ ২৬ বছরের এই বোলার ৬ উইকেট নিয়েছিলেন৷ তিনি হান্ড্রেড-এ নর্দান সুপারচার্জার্স দলে খেলেছেন৷ কিন্তু টুর্নামেন্টের শেষে করোনা আক্রান্ত হয়ে পড়েন৷

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

ব্রায়ডন প্রধানত দক্ষিণ আফ্রিকার, কিন্তু ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলার জন্য তিনি দক্ষিণ আফ্রিকা ছাড়েন৷ ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে ৫ টি টেস্টের সিরিজের মধ্যে ২ টি টেস্ট খেলা হয়ে গেছে৷ এখন ব্রায়ডন স্বপ্ন দেখছেন আদৌ ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁর কাঙ্খিত ক্রিকেট অভিষেক হবে কিনা৷ যদি এখন সেই সুযোগ না হয় তাহলে হয়ত আবার বেশ খানিকটা পিছিয়ে যাবে ইংল্যান্ডের জার্সিতে তাঁর টেস্ট অভিষেক৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Big News| ইংল্যান্ডের পেসারের হল করোনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল