TRENDING:

#Breaking: মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি লিটন দাস, বদলি হিসেবে এলেন মেহেদি হাসান

Last Updated:

নইম আহত হতে ছুটে এল গোটা ভারতীয় দল, দেখে নিন টিম ইন্ডিয়ার মানবিকতার ভাইরাল ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা :  হাসপাতালে লিটন দাস ৷  ২০.৩ ওভারে মহম্মদ শামির শর্ট বল হেলমেটে লাগে বাংলাদেশি এই ক্রিকেটারের ৷ শামির বলে আহত বাংলাদেশের ক্রিকেটার ভর্তি হন  কলকাতার বেসরকারি হাসপাতালে ৷ বেসরকারি হাসপাতালের এমার্জেন্সিতে ভর্তি বাংলাদেশি এই ক্রিকেটার সেখানে কিছুক্ষণের মধ্যেই সিটিস্ক্যান হবে ৷ দু'জন চিকিৎসকের অধীনে ভর্তি রয়েছেন তিনি ৷
advertisement

এই টেস্টে আর খেলতে পারবেন না তিনি ৷ তাঁর বদলি মেহেদি হাসান ৷ এদিকে লিটনের পর ফের বলের আঘাত পান নইম ৷ তখন টিম ইন্ডিয়া নিজেদের ফিজিওকে ডেকে নেয় তাঁর চিকিৎসা করার জন্য ৷ বাইশ গজের লড়াই যে মানবিকতায় প্রভাব ফেলতে পারে না তাই প্রমাণ করল টিম ইন্ডিয়া ৷

এদিকে দুটো সেশনও গেল না তার আগেই শেষ হয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস ৷ ৩০.৩ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ ৷ ইশান্ত শর্মা ৫ উইকেট, উমেশ যাদব ৩ উইকেট, মহম্মদ শামি ২ উইকেট নেন ৷

advertisement

আরও পড়ুন - #Viral: Pink Ball টেস্টে ইডেনে উড়ন্ত ঋদ্ধিমানের দুরন্ত ক্যাচ, দেখুন ভিডিও

অনেক অপেক্ষা ছিল যার জন্য অবশেষে শুরু হয়ে গেল ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ ৷ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ইনিংসে জয় ৷ কিন্তু সেসব কিছুর চেয়ে এই ম্যাচ ঘিরে আগ্রহের কারণ এটা ভারতের প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ ৷ Pink Ball টেস্ট ঘিরে শুক্রবার ইডেনে চাঁদের হাট ৷ ফ্রাইডে ব্লকবাস্টার উপস্থিতি  ও গ্যালারি ভরার দিক থেকে সুপারহিট ৷

advertisement

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
#Breaking: মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি লিটন দাস, বদলি হিসেবে এলেন মেহেদি হাসান