TRENDING:

India vs Bangladesh : ভারতীয় বোলারদের দাপটে দিশেহারা বাংলার বাঘরা, Pink Ball টেস্টে ১০৬ রানে অলআউট বাংলাদেশ

Last Updated:

৩০.৩ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : দুটো সেশনও গেল না তার আগেই শেষ হয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস ৷ ৩০.৩ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ ৷ ইশান্ত শর্মা ৫ উইকেট, উমেশ যাদব ৩ উইকেট, মহম্মদ শামি ২ উইকেট নেন ৷
advertisement

অনেক অপেক্ষা ছিল যার জন্য অবশেষে শুরু হয়ে গেল ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ ৷ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ইনিংসে জয় ৷ কিন্তু সেসব কিছুর চেয়ে এই ম্যাচ ঘিরে আগ্রহের কারণ এটা ভারতের প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ ৷ Pink Ball টেস্ট ঘিরে শুক্রবার ইডেনে চাঁদের হাট ৷ ফ্রাইডে ব্লকবাস্টার উপস্থিতি  ও গ্যালারি ভরার দিক থেকে সুপারহিট ৷

advertisement

আরও দেখুন - India vs Bangladesh: বিরাটকে হাসিনা -মমতার সঙ্গে আলাপ করিয়ে দিলেন খোদ ‘দাদা’, দেখুন ভিডিও

প্রথম টেস্টে প্রথমে ব্যাট করে ফ্লপ শো দেখিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটাররা ৷ ইডেনেও সেই ধারা অব্যহত ৷ এদিন নেমে থেকে পরপর আউট হতে থাকেন বাংলাদেশ ক্রিকেটাররা ৷ এদিন বাংলাদেশি ওপেনার শাদমান ইসলাম ২৯ রান করেন ৷ এছাড়াও ২৪ রান করে রিটাযার্ড হার্ট হয়ে যান লিটন দাস ৷ এছাড়া ১৯ রান করেন নইম হাসান ৷ চারটি ব্যাটসম্যান শূন্য রান করেন ৷ এছাড়া বাকিরা দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি ৷

advertisement

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
India vs Bangladesh : ভারতীয় বোলারদের দাপটে দিশেহারা বাংলার বাঘরা, Pink Ball টেস্টে ১০৬ রানে অলআউট বাংলাদেশ