TRENDING:

Ind vs Aus: সিডনিতে ওয়েড-ম্যাক্সওয়েল যুগলবন্দি, লাগাতার ক্যাচ মিস ভারতের, স্কোর ১৮৬/৫

Last Updated:

ফিল্ডিংয়ের ঢিলেমির খেসারত দিল ভারত৷ দেখে অজি ইনিংসের গুরুত্বপূর্ণ মুহূর্ত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিডনি: করোনা ভাইরাস সংক্রমণের জেরে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনা থেকে বঞ্চিত থাকার পর অস্ট্রেলিয়া সফর দিয়ে ক্রিকেটে ফিরেছে ভারত৷ তবে অজিদের বিরুদ্ধে একদিনের সিরিজে পরপর দুটি ম্যাচে খারাপ ভাবে হেরে সিরিজ খোয়ানোর পর ২-১ করেছে ওয়ানডে সিরিজ৷ তারপর টি টোয়েন্টি সিরিজে প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ আয়ত্ত করেছে বিরাট কোহলি এন্ড কোং৷ তৃতীয় টি টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে  করল অস্ট্রেলিয়া আর ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে তারা৷ ওয়েড ৮০, ম্যাক্সওয়েল ৫৪ রান করেন৷ ওয়াশিংটন সুন্দর ২ টি, শার্দুল ঠাকুর ও নটরাজন একটি করে উইকেট নেন৷
advertisement

এই অবস্থায় সিডনিতে প্রথম টি টোয়েন্টিতে প্রথম ম্যাচে টসে জিতে বিরাট কোহলি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন৷ এদিনের প্রথম একাদশ ছিল -ভারতীয় দল অপরিবর্তিত থাকলেও অস্ট্রেলিয়া দলের প্রথম একাদশে এদিন একটি পরিবর্তন করা হয়েছে ৷ গত ম্যাচে চোটের জন্য না খেললেও এদিন খেলছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৷ প্রথম একাদশে নেই মার্কাস স্টয়নিস ৷

advertisement

এদিকে কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা থেকে শুরু করে ভারতীয় অফস্পিনার হরভজন সিং এখন নটরাজনের বোলিংয়ে মুগ্ধ। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চার ওভারে মাত্র ২০ রান দিয়ে দুই উইকেট নেওয়া সেই নতুন মুখ টি নটরাজনকে নিয়ে কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলকে জানান, ‘‘নটরাজনের বোলিংয়ে আমি মুগ্ধ। নিঃসন্দেহে এই সফরের সেরা আবিষ্কার ও। আশা করি, এই ছন্দই বজায় রাখবে আগামী দিনে।’’

advertisement

India: KL Rahul(wk), Shikhar Dhawan, Virat Kohli (capt), Sanju Samson, Hardik Pandya, Shreyas Iyer, Washington Sundar, Shardul Thakur, Deepak Chahar, T Natarajan, Yuzvendra Chahal

Australia: Aaron Finch (capt), Matthew Wade(wk), Steven Smith, Glenn Maxwell, D'Arcy Short, Moises Henriques, Daniel Sams, Sean Abbott, Mitchell Swepson, AJ Tye, Adam Zampa

advertisement

এদিন ওয়েড-ম্যাক্সওয়েল জুটির ব্যাটিং দাপট দেখল ক্রিকেট ফ্যানরা৷ অ্যারন ফিঞ্চকে প্রথমেই শূন্য রানে আউট করে দিয়ে বড় ধাক্কা দিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর৷ তবে এক ওপেনার তাড়াতাড়ি প্যাভিলিয়নের রাস্তা ধরলেও অন্য অজি ওপেনার নিজের দায়িত্ব পালন করেন৷

advertisement

এদিন ২৩ বলে ২৪ করে আউট হন স্টিভ স্মিথও৷ তবে এদিন চাহালের নো বলে আউট হয়েও ম্যাক্সওয়েলের না আউট হওয়াটা অনেকটাই ম্যাচের রাশ ঘুরিয়ে দিল।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিন ওয়েড ও ম্যাক্সওয়েল দুজনেই অর্ধশতরান করে নেন৷ এদিন ৫৩ বলে ৮০ করে শার্দুল ঠাকুরের শিকার ওয়েড৷ তাঁর ইনিংস সাজানো ৭ টি চার ও ২টি ছয় দিয়ে৷ ম্যাক্সওয়েল ৩৬ বলে ৫৪ করে নটরাজনের শিকার৷ এদিন তাঁর ইনিংস সাজানো ৩ টি চার ও ৩ টি ছয় দিয়ে৷ এদিন অবশ্য তাঁর একাধিক ক্যাচ ফেলেন ভারতীয় ফিল্ডাররা৷ না হলে আরও খানিকটা কম স্কোর হতে পারত অস্ট্রেলিয়ার৷

বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Aus: সিডনিতে ওয়েড-ম্যাক্সওয়েল যুগলবন্দি, লাগাতার ক্যাচ মিস ভারতের, স্কোর ১৮৬/৫
Open in App
হোম
খবর
ফটো
লোকাল