এদিন প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের ওপর দারুণ প্রভাব বিস্তার করেছিলেন মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ ৷ এরই সুবাদে ২৩৫ রানে শেষ হয় কিউয়িদের ইনিংস ৷ক্রাইস্টচার্চে শামি ২৩.১ ওভার বল করে ৮১ রান করে ৪ উইকেট নেন , অন্যদিকে বুমরাহ ২২ ওভারে ৬২ রানে ৩ উইকেট নেন ৷ ৭৩.১ ওভারে ২৩৫ রানে শেষ হয় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ৷
advertisement
এদিকে দ্বিতীয় ইনিংস প্যাভিলিয়নে ফিরে গেছেন পৃথ্বী শ, ময়ঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, উমেশ যাদব ৷ এঁদের মধ্যে সর্বোচ্চ রান করে গেছেন পূজারা ৮৮ বলে ২৪ করে গেছেন তিনি ৷ দ্বিতীয় ইনিংস ট্রেন্ট বোল্টের আগুনে বোলিংয়ের সামনে জ্বলে যায় ভারতীয় টপ অর্ডার৷ দ্বিতীয় ইনিংসে তিনি ইতিমধ্যেই তিনটি উইকেট পেয়েছেন ৷ তাঁর শিকারের তালিকায় রয়েছেন , ময়ঙ্ক, পূজারা ও উমেশ যাদব ৷
আরও পড়ুন - ৬ বছরের শিশু কন্যার সঙ্গে বলপূর্বক শারীরিক সম্পর্ক যুবকের, রক্তাক্ত যোনি নিয়ে স্কুলে এল ছাত্রী!
এদিকে দলের ব্যর্থতার পাশাপাশি যা চিন্তা করাচ্ছে তা অধিনায়ক বিরাট কোহলির ফর্মহীনতা ৷ এদিনও মাত্র ১৪ রান করেই প্যাভিলিয়ানে ফিরলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ নিউজিল্যান্ড সফরে খারাপ ফর্ম অব্যাহত কিং কোহলির ৷
ক্রাইস্টচার্চে প্রথম ইনিংসে করেছিলেন ৩ রান ৷ দ্বিতীয় ইনিংসে তাঁর সংগ্রহ ১৪ ৷ এদিন তাঁকে প্যাভিলিয়ানে ফেরালেন কলিন গ্র্যান্ডহোম ৷ ৩টি বাউন্ডারি হাঁকিয়ে শুরুটা পজিটিভই করেছিলেন কোহলি ৷ কিন্তু ব্যাটে ‘ব্যাড প্যাচ’ যে চলছেই ৷ বিরাটের ব্যাটিং দেখে ভারতীয় সমর্থকদের এদিনও হতাশই হতে হল ৷ ৭ রানে প্রথম ইনিংসে এগিয়ে থেকে খেলতে নেমে ৫০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়েছে ভারত ৷ আজ, রবিবারের ইনিংস ধরলে শেষ পাঁচ ইনিংসে ভারত অধিনায়কের ব্যাটে এসেছে ১৪, ৩, ১৯ ,২ এবং ৯ রান ৷