TRENDING:

মাঠে পড়ে যাওয়ার স্মৃতিভ্রংশ হয়েছে নিজে জানালেন Faf Du Plessis

Last Updated:

কী হল ডু প্লেসির , কী কী ভুলে গেলেন তিনি?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আবুধাবি: দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফ্যাফ ডু প্লেসিস (Faf du Plessis) -র স্মৃতিভ্রংশ (suffered some memory loss ) হয়েছে৷ পাকিস্তান সুপার লিগে কনকাশন (concussion) হয়েছিলষ আবুধাবিতে শনিবার ম্যাচ চলাকালীন এই অসুস্থতা হয়৷ তবে প্রোটিয়া ক্রিকেটার আত্মবিশ্বাসী দ্রুত মাঠে ফিরবেন তিনি৷
advertisement

পেশোয়ার জালমির (Peshawar Zalmi) বিরুদ্ধে কোয়েট্টা গ্যাল্ডিয়েটর (Quetta Gladiators) ম্যাচে ফিল্ডিংয়ের সময় একটি বাউন্ডারি বাঁচাতে চেষ্টা করছিলেন ডু প্লেসিস৷ সেই ম্যাচে ৬১ রানে জিতেছিল তাঁর দল৷ কনকাশনের পর ওপেনার সামি আয়ুব ফ্যাফ ডু প্লেসিস -র বদলি হিসেবে নামেন৷

রবিবার ফ্যাফ ট্যুইট করে জানিয়েছেন, “Thank you everyone for all the messages of support,"- অর্থাৎ ‘‘ধন্যবাদ আপনাদের সকলকে সমর্থণকারী বার্তার জন্য৷ ’’

advertisement

তিনি আরও জানিয়েছেন, "I'm back at the hotel recovering. Have concussion with some memory loss but I will be fine. Hopefully be back on the field soon."- অর্থাৎ ‘‘আমি হোটেলে ফিরে এসেছি এবং সেরে উঠছি, কনকাশন হয়েছিল তার সঙ্গে কিছু স্মৃতিভ্রংশও হয়েছে৷ কিন্তু সব ঠিক হয়ে যাবেস খুব তাড়াতাড়ি মাঠে ফিরব৷’’

advertisement

Thank you everyone for all the messages of support. I'm back at the hotel recovering. Have concussion with some memory loss but I will be fine. Hopefully be back on the field soon. Much love. ❤️

advertisement

৩৬ বছরের প্রোটিয়া প্লেয়ার যখন অসুস্থ হয়ে মাঠে শুয়ে পড়েছিলেন তখন গ্ল্যাডিয়েটরের ফিজিও তাঁকে মাঠে প্রাথমিক চিকিৎসা করেন তারপর তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ কোয়েট্টা নিজেদের পরের ম্যাচ লাহো কলন্দরের (Lahore Qalandars ) বিরুদ্ধে খেলবে মঙ্গলবার৷

গ্ল্যাডিয়েটর এর আগের ম্যাচেও কনকাশন বিকল্প ব্যবহার করেছিল৷ সেই ম্যাচে ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল হেলেমেটে বলের আঘাত পেয়েছিলেন৷ ইসলামাবাদ ইউনাইটেডে-র (Islamabad United) মহম্মদ মুসার বাউন্সার তাঁর হেলমেটে লেগেছিল৷ ফিজিও তাঁকে মাঠে পরীক্ষা করে খেলার অনুমতি দিয়েছিলেন তবে তার পরের বলেই আউট হয়ে গিয়েছিলেন আন্দ্রে রাসেল৷ তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ নসিম শাহ তাঁর বিকল্প খেলোয়াড় হয়েছিলেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
মাঠে পড়ে যাওয়ার স্মৃতিভ্রংশ হয়েছে নিজে জানালেন Faf Du Plessis
Open in App
হোম
খবর
ফটো
লোকাল