মূলত পঞ্জাবের বাসিন্দা জসকরণ মালহোত্রা এটা সপ্তম ইন্টারন্যাশানাল ওয়ান ডে ছিল৷ ৩১ বছরের এই ক্রিকেটারের এর আগের সেরা স্কোর ছিল ১৮ রান ছিল৷ তিনি জোরে বোলার গাউডি টোকা-র ওভারে এই কাণ্ড করে ফেলেন৷ তিনি এদিনের ম্যাচে ৫ নম্বরে ব্যাট করতে নামেন৷ তিনি ১২৪ বল
দেখুন ভিডিও
জসকরণ মালহোত্রার আগে এই রেকর্ড প্রথমবার করেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হার্শেল গিবস৷ তিনি ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে এই কাণ্ড করেছিলেন৷ তিনি ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের ওভাকে ৬ বলে ৬ টি ছক্কা মারেন৷
আরও পড়ুন - T20 World Cup 2021: বিশ্বকাপের দল ঘোষণার পরেই captaincy ছাড়লেন Rashid Khan!
এই মার্চ মাসে ওয়েস্টইন্ডিজের কায়রণ পোলার্ড শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে এক ওভারে ৬ টি ছক্কা মেরেছিলেন৷ এই মোকাবিলার আগে জসকরণ সিং ওয়ানডে-র ৬ টি ম্যাচ ও টি টোয়েন্টির ৬ টি ম্যাচ খেলেছিলেন৷ কিন্তু দুটি ফর্ম্যাটের কোনওটিতেই তাঁর অর্ধশতরান ছিল না৷ ওয়ানডে তে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ১৮ আর টি টোয়েন্টিতে ৩৮ রান ছিল৷ লিস্ট এ ক্রিকেটে তিনি মোট ২৬ টি ম্যাচ খেলেছেন৷ ২০ গড়ে তাঁর মোট রান ৪৭৩৷ তাঁর ৩ টি অর্ধশতরান রয়েছে৷