অগাস্টেই প্রকাশিত হচ্ছে, তাঁর লেখা স্পিরিট অফ ক্রিকেট। তার জন্য সৌরভের শহরে ঘুরে গেলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক। ইডেনে ফটোজার্নালিস্টরা যখন তাঁর ছবি তোলায় ব্যস্ত ঠিক তখনই ক্যামেরার লেন্সের পিছনে নিজের চোখ দিয়ে মুহূর্ত বন্দি করার খেলায় মাতলেন ৷
দেখে নিন সেই ভিডিও
কলকাতা তাঁর কাছে কখনও সুখের। কখনও দুঃখের। এই ইডেনে তাঁর ঝুলিতে প্রথম বিশ্বকাপ। আবার এই ইডেনেই থেমেছিল তাঁর অস্ট্রেলিয়ার অশ্বমেধ। বলা ভাল থামিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তেমন অনেক কথাই থাকবে লেখক স্টিভ ও’র বই স্পিরিট অফ ক্রিকেটে। থাকবে কী ভাবে তৃণমূল স্তর থেকে ক্রিকেটার তৈরি করে ভারত।
দিল্লিতে আইপিএল বৈঠক। যোগ দিয়েছেন বন্ধু সৌরভ। সোমবার সকালে ময়দান স্টিভময়। রবিবার নিজের উদয়নে সময় কাটিয়েছেন। এদিন চষে ফেললেন পুলিশ থেকে জিমখানা মাঠ। আধঘণ্টায় তাঁর ক্যামেরায় বন্দি হল অনেক ছবি। তেত্রিশ বছর আগের কথা। ইডেনে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন অ্যালান বর্ডারের অস্ট্রেলিয়া। সেই স্মৃতি নিয়েই কলকাতা ছাড়লেন বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়া ৷
আরও দেখুন