TRENDING:

Ind vs Aus: ফের কোনও কেলেঙ্কারি, স্টাম্প ক্যামেরায় ধরা পড়ে গেলেন স্মিথ, Viral Video

Last Updated:

ফের কি কলঙ্কিত ক্রিকেট, নেটিজেনদের কথায় cheating

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিডনি: আরও একটা কেলেঙ্কারিতে জড়ালো অস্ট্রেলিয়া ৷ এবার একেবারে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ (Steve Smith) ৷ চতুর্থ ও পঞ্চম দিনে দাঁতে দাঁত চেপে লড়াই করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্র করল টিম ইন্ডিয়া৷ এরমধ্যে অবশ্য সিডনি গ্যালারি থেকে নিয়মিত ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে উড়ে এসেছে জাতি বিদ্বেষমূলক গালাগালি৷ ক্রিকেট অস্ট্রেলিয়া, আইসিসি সকলেই নেমেছে আসরে৷ চতুর্থদিনে মহম্মদ সিরাজকে ‘মাঙ্কি’ (Monkey) বলায় খেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন ৷
advertisement

এটাই সব ভেবে থাকলে বড় ভুল৷ পঞ্চমদিনে ভারতীয় ক্রিকেটাররা যখন অস্ট্রেলিয়া -র বোলারদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করছে তখন আসরে নামেন স্টিভ স্মিথ৷ ঋষভ পন্থ (Rishabh Pant) একেবারে স্বভাবসিদ্ধভাবে ঢঙে চালিয়ে খেলছিলেন৷ সেই সময়ে ড্রিঙ্কস ব্রেকে ঋষভ পন্থের ব্যাটিং গার্ড জুতো দিয়ে ঘষটে দিচ্ছিলেন৷ আর সেই ছবি ধরা পড়ে যায় সম্প্রচারকারী টিভি চ্যানেলের ক্যামেরায়৷

advertisement

স্টাম্প ক্যামেরায় পরিষ্কার দেখায় ব্যাটিং ক্রিজে ঢুকে পড়লেন এবং পা দিয়ে সেই জায়গাটা ঘষটে দিলেন৷ দেখে নিন সেই ভিডিওটি৷

advertisement

এই নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে ওঠে৷ স্টিভ স্মিথ ড্রিঙ্কস ব্রেকের সময় পিচের ওপর পা ঘষে ঘষে ঠিক কী করছিলেন তা নিয়ে প্রশ্ন তুলছেন সকলেই৷ তাঁরা সকলেই একমত যে ঋষভ পন্থের ‘batting guards mark’ ঘষটে তুলে দিচ্ছিলেন তিনি৷

ঋষভ পন্থ ও চেতেশ্বর পূজারা দারুণ একটি ১৪৮ রানের পার্টনারশিপ করেন চতুর্থ উইকেটে৷ পঞ্চমদিনের শুরুতেই অধিনায়ক অজিঙ্ক রাহানে মাত্র ৪ রানে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর শুরুটা একটু ধরে করেছিলেন ঋষভ পন্থ৷ আর তারপর নিজের স্বভাবসিদ্ধ ঢঙে খেলে ৯৭রানে আউট হয়ে যান তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান৷ ন্যাথান লিঁওকে এদিন বাকি ক্রিকেটাররা সমীহ করলেও পন্থ খেলছিলেন স্বভাবসিদ্ধ ঢঙে৷

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

ম্যাচের ৮০ তম ওভারে লিঁওই ঋষভ পন্থের উইকেটটি তুলে নেন৷ শতরান থেকে তিন রান দূরে থামে তাঁর ইনিংস৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Aus: ফের কোনও কেলেঙ্কারি, স্টাম্প ক্যামেরায় ধরা পড়ে গেলেন স্মিথ, Viral Video
Open in App
হোম
খবর
ফটো
লোকাল