এটাই সব ভেবে থাকলে বড় ভুল৷ পঞ্চমদিনে ভারতীয় ক্রিকেটাররা যখন অস্ট্রেলিয়া -র বোলারদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করছে তখন আসরে নামেন স্টিভ স্মিথ৷ ঋষভ পন্থ (Rishabh Pant) একেবারে স্বভাবসিদ্ধভাবে ঢঙে চালিয়ে খেলছিলেন৷ সেই সময়ে ড্রিঙ্কস ব্রেকে ঋষভ পন্থের ব্যাটিং গার্ড জুতো দিয়ে ঘষটে দিচ্ছিলেন৷ আর সেই ছবি ধরা পড়ে যায় সম্প্রচারকারী টিভি চ্যানেলের ক্যামেরায়৷
advertisement
স্টাম্প ক্যামেরায় পরিষ্কার দেখায় ব্যাটিং ক্রিজে ঢুকে পড়লেন এবং পা দিয়ে সেই জায়গাটা ঘষটে দিলেন৷ দেখে নিন সেই ভিডিওটি৷
এই নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে ওঠে৷ স্টিভ স্মিথ ড্রিঙ্কস ব্রেকের সময় পিচের ওপর পা ঘষে ঘষে ঠিক কী করছিলেন তা নিয়ে প্রশ্ন তুলছেন সকলেই৷ তাঁরা সকলেই একমত যে ঋষভ পন্থের ‘batting guards mark’ ঘষটে তুলে দিচ্ছিলেন তিনি৷
ঋষভ পন্থ ও চেতেশ্বর পূজারা দারুণ একটি ১৪৮ রানের পার্টনারশিপ করেন চতুর্থ উইকেটে৷ পঞ্চমদিনের শুরুতেই অধিনায়ক অজিঙ্ক রাহানে মাত্র ৪ রানে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর শুরুটা একটু ধরে করেছিলেন ঋষভ পন্থ৷ আর তারপর নিজের স্বভাবসিদ্ধ ঢঙে খেলে ৯৭রানে আউট হয়ে যান তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান৷ ন্যাথান লিঁওকে এদিন বাকি ক্রিকেটাররা সমীহ করলেও পন্থ খেলছিলেন স্বভাবসিদ্ধ ঢঙে৷
ম্যাচের ৮০ তম ওভারে লিঁওই ঋষভ পন্থের উইকেটটি তুলে নেন৷ শতরান থেকে তিন রান দূরে থামে তাঁর ইনিংস৷