TRENDING:

ইডেনে ফ্লাডলাইট বন্ধের জন্য পুলিশি তদন্ত চাইলেন বিশ্বরূপ

Last Updated:

ইডেনে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ চলাকালীন ফ্লাডলাইট নিভে যাওয়ার পর এখন এই ঘটনার তদন্তে নেমেছে সিএবি ৷ ম্যাচের দিনই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, একজন ব্যক্তি গিয়ে স্যুইচ বন্ধ করে দিলেন ফ্লাডলাইটের ৷ ফলে অন্তর্ঘাতের সম্ভাবনাই বেশি বলে মনে করছেন সিএবি কর্তাদের একাংশ ৷ এর জন্য প্রেসিডেন্টের আগেই পুলিশি তদন্ত চেয়ে বসলেন কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:   ইডেনে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ চলাকালীন ফ্লাডলাইট নিভে যাওয়ার পর এখন এই ঘটনার তদন্তে নেমেছে সিএবি ৷ ম্যাচের দিনই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, একজন ব্যক্তি গিয়ে স্যুইচ বন্ধ করে দিলেন ফ্লাডলাইটের ৷ ফলে অন্তর্ঘাতের সম্ভাবনাই বেশি বলে মনে করছেন সিএবি কর্তাদের একাংশ ৷ এর জন্য প্রেসিডেন্টের আগেই পুলিশি তদন্ত চেয়ে বসলেন কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে ৷ তাঁর কথায়, ‘‘এক ব্যক্তি নাকি সুইচ অফ করে দিয়েছেন। কে ওই ব্যক্তি, কেন তিনি ওই কাজ করলেন। তার উদ্দেশ্য কী ছিল, সেটা জানতে উচ্চ পর্যায়ের তদন্ত প্রয়োজন সিএবির স্বার্থেই।’’ সোমবারই লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন বিশ্বরূপ।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
ইডেনে ফ্লাডলাইট বন্ধের জন্য পুলিশি তদন্ত চাইলেন বিশ্বরূপ