TRENDING:

গল্প নয় সত্যি, ৩০ টি ওয়াইড দিয়ে নিজেরা আউট ২৮ রানে, ২০০ রানে ম্যাচ জিতল প্রতিপক্ষ

Last Updated:

ICC Women's world twenty 20 qualifier: ম্যাচে সত্যি সত্যি হল এই রকম আজব ঘটনা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  ক্রিকেট এখন নির্দিষ্ট কিছু দেশের মধ্যে আর সীমাবদ্ধ নেই৷ এখন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই খেলা৷ বিশেষত টি টোয়েন্টি ফর্ম্যাট আসার পর আরও দ্রুত ছড়িয়ে পড়ছে এর জনপ্রিয়তা৷ মহিলাদের মধ্যেও এই খেলা নতুন , নতুন দেশে ছড়িয়ে পড়ছে৷ সম্প্রতি এই খেলারই এক অদ্ভুত স্কোর সকলের মধ্যে ছড়িয়ে পড়েছে৷ আইসিসি মহিলাদের বিশ্ব টোয়েন্টি টোয়েন্টি কোয়ালিফায়ার চলছে৷ সেখানেই ১১ তারিখ ম্যাচ ছিল তানজানিয়া ও মোজাম্বিকের মধ্যে৷ সেই ম্যাচ তানজানিয়া জিতল ২০০ রানে৷
advertisement

তানজানিয়া ও মোজাম্বিক মহিলা দলের মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে তানজানিয়া প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২২৮ রান করে৷ ঝকঝকে ব্যাটিং পারফরম্যান্স করে তারা৷ দলের জন্য ওপেনার ফাতুমা কিবাসপ মাত্র ৩৫ বলে ৬২ রান করেন৷ চার নম্বরে ব্যাট করতে নেমে ম্বানেদি স্বেডি মাত্র ৪৮ বলে ১১ টি চারের সঙ্গে ৮৭ রান করেন৷

advertisement

এত বড় লক্ষ্য তাড়া করতে নেমে মোজাম্বিকের দারুণ সূচনা জরুরি ছিল৷ কিন্তু তারা অত্যন্ত লজ্জার পারফরম্যান্স হাজির করে৷ ৯ নম্বর ওভার অবধি তারা ১৭ রান করতে পেরেছিল৷ কিন্তু মাত্র ২৮ রানেই পুরো দল অলআউট হয়ে যায়৷

আরও পড়ুন - Big News: IPL 2022 -র জন্য নতুন দুটি দলের নিলাম অক্টোবরেই, জানুয়ারিতে মেগা অকশন

advertisement

মোজাম্বিক দলের মনে হয়েছিল ৯ নম্বর ওভারের পর ম্যাচ ঘুরে যাবে কিন্তু ১২ ও ১৩ ওভারের মধ্যে ২৮ রানের স্কোরেই অলআউট হয়ে যায়৷ শেষ ক্রিকেটার চোটের কারণে সে মাঠে নামতে পারেনি৷ এর ফলে ম্যাচ সেখানে শেষ হয়ে যায়৷ এর ফলে তানজানিয়া দল ২০০ রানে ম্যাচ জিতে যায়৷

সেরা ভিডিও

আরও দেখুন
নিজের বেতন জমিয়ে ঘুরছেন দেশে দেশে, 'এই' শিক্ষক একাই বদলে দিচ্ছেন পরিবেশের ভবিষ্যৎ
আরও দেখুন

তানজানিয়া -র মোট রান ২২৮ ছিল আর তাদের মোট স্কোরে ৩০ রান ছিল ওয়াইড৷ যা মোজাম্বিকের বোলাররা নিজেরা বিপক্ষকে উপহার দিয়েছিলেন৷ আর তারা মোট রানের চেয়ে ২ রান কমে শেষ হয়ে পুরো৷ অর্থাৎ এক্সট্রা দেওয়া ৩০ রানের চেয়েও কম ২৮ রানেই আউট হয়ে যায়৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
গল্প নয় সত্যি, ৩০ টি ওয়াইড দিয়ে নিজেরা আউট ২৮ রানে, ২০০ রানে ম্যাচ জিতল প্রতিপক্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল