ফের একবার করোনা ভাইরাস (Coronavirus) আক্রান্তের সংখ্যা বাড়ছে সারা দেশে ধীরে ধীরে৷ করোনা ভাইরাসের ভয় ফের ধীরে ধীরে থাবা বসাচ্ছে৷ দু মাস ব্যাপী ক্রিকেট যজ্ঞের মধ্যে হঠাৎ করে করোনা সংক্রমণ বাড়ার ঘটনা শুরু হয়ে গেছে৷
advertisement
গত বছর আইপিএল চলাকাীন মে মাস নাগাদ হঠাৎ করে করোনা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটায় টুর্নামেন্ট মাঝপথে বন্ধ করে দিতে হয়েছিল৷ যা পরে সংযুক্ত আরব আমিরশাহিতে শেষ হয়৷
আরও পড়ুন - IPL 2022: ধোনি নাকি শিকারি! পাতলেন ফাঁদ ধরা পড়লেন বিরাট কোহলি, ভাইরাল ভিডিও
বিসিসিআই এবারের মিলিয়ন ডলার টি টোয়েন্টি ইভেন্ট আয়োজন করা হয়েছে৷ মহারাষ্ট্রের চারটি আলাদা আলাদা স্টেডিয়ামে খেলা হচ্ছে৷ যাতে করোনা সংক্রমণের চান্স কমিয়ে দেওয়া যায়৷ তবে এখনও অবধি পাওয়া খবর অনুযায়ি প্লে অফ অন্য জায়গায় হওয়ার কথা৷
তবে আইপিএলের লিগ ম্যাচগুলি খেলা হচ্ছে মুম্বই, নভি মুম্বই, পুণেতে৷