আসন্ন অস্ট্রেলিয়া সফরের আগে জোর ধাক্কা। ভারতীয় পেসার মহম্মদ শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির হুঁশিয়ারি আলিপুর আদালতের ভারপ্রাপ্ত সিজেএমের। স্ত্রী হাসিন জাহানের করা চেক বাউন্স মামলায় বুধবার হাজিরা দেওয়ার কথা ছিল শামির। তাঁর হয়ে হাজিরা দেন আইনজীবী সেলিম রহমান। ঘটনায় ক্ষুব্ধ বিচারক শামির আইনজীবীকে বলেন, ''আদালতের নির্দেশ কেউ অমান্য করতে পারেন না। তা তিনি যেই হন না কেন। চেক বাউন্স একটা অপরাধ।''
advertisement
যদিও শামির আইনজীবী সেলিম রহমানের যুক্তি, অভিযুক্ত সশরীরে অথবা তাঁর প্রতিনিধি মারফত আদালতে হাজিরা দিতে পারেন, '' হাজিরা দুরকমের হয়। ক্লায়েন্ট নিজে অথবা আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে পারেন। আদালত আমার কথা রেকর্ড করেছে।''
আইনজীবীর এই যুক্তি অবশ্য ধোপে টেঁকেনি। বিচারক সাফ জানিয়ে দেন, আগামী পনেরোই জানুয়ারির মধ্যে শামিকে আদালতে আত্মসমর্পন করতেই হবে। তা না হলে তাঁর বিরুদ্ধে জারি হবে গ্রেফতারি পরওয়ানা। এদিন বারবার বিবাদে জড়ান দু-পক্ষের আইনজীবী।
বাইট-, হাসিন জাহানের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতার ভাষায়, '' আদালত শামিকে ১৪ তারিখের মধ্যে আত্মসমর্পন করতে বলেছে। তা না হলে ওয়ারেন্ট জারি করা হবে।''
হাসিন জাহান বলেন, '' ও তো কাউকেই মানে না। আদালত মানে না। আর নতুন, পুরোনো ক্রিকেটাররা সব তেলা মাথায় তেল মাখাচ্ছে।''
হাসিনের অভিযোগ ছিল, সংসার খরচের জন্য শামির দেওয়া একলক্ষ টাকার চেক বাউন্স করেছে। বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। এখানেই শেষ নয়। বুধবার তাঁর করা একটি খোরপোশের মামলাও গ্রহণ করেছে আদালত। সব মিলিয়ে ফের একবার আইনের জাঁতাকলে ভারতের তারকা পেসার।
আরও পড়ুন-‘‘বিশ্বকাপের আগে আর কোনও বাতিল বা বদল নয়’’- রবি শাস্ত্রী