TRENDING:

রাত পোহালেই শুরু আমেরিকার ফুটবল যুদ্ধ ! (ভারতীয় সময় অনুযায়ী সূচী)

Last Updated:

ভারতীয়দের জন্য কোপা আমেরিকা দেখার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল সময় ৷ কোনও কোনও ম্যাচ দেখতে গোটা রাতই জাগতে হতে পারে আপনাকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউইয়র্ক: আজকের রাতটা কাটলেই শুরু আমেরিকার ফুটবল লড়াই ৷ এবারের টুর্নামেন্ট আবার শতবর্ষে পা দিয়েছে ৷ আয়োজক দেশ আমেরিকা ৷ ভারতীয়দের জন্য কোপা আমেরিকা দেখার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল টুর্নামেন্টের সময় ৷ সাত সকালে তো বটেই আবার কোনও কোনও ম্যাচ দেখতে গোটা রাতই জাগতে হতে পারে আপনাকে ৷ তাই নিজের প্রিয় দলের খেলা দেখতে টুর্নামেন্ট সূচীটা একবার দেখে নিন ৷ সব ম্যাচ দেখা যাবে সোনি ইএসপিএন এবং সোনির অন্যান্য সব চ্যানেলে ৷
advertisement

৪ জুন - আমেরিকা বনাম কলম্বিয়া - 7 AM

৫ জুন - কোস্টারিকা বনাম প্যারাগুয়ে - 2.30 AM

৫ জুন - হাইতি বনাম পেরু - 5 AM

৫ জুন - ব্রাজিল বনাম ইকুয়েডর - 7.30 AM

৬ জুন - জামাইকা বনাম ভেনেজুয়েলা - 2.30 AM

advertisement

৬ জুন - মেক্সিকো বনাম উরুগুয়ে - 5.30 AM

৭ জুন - পানামা বনাম বলিভিয়া -  4.30 AM

৭ জুন - আর্জেন্টিনা বনাম চিলি - 7.30 AM

৮ জুন - আমেরিকা বনাম কোস্টারিকা - 5.30 AM

৮ জুন - কলম্বিয়া বনাম প্যারাগুয়ে - 8 AM

advertisement

৯ জুন - ব্রাজিল বনাম হাইতি - 5 AM

৯ জুন - ইকুয়েডর বনাম পেরু - 7.30 AM

১০ জুন - উরুগুয়ে বনাম ভেনেজুয়েলা - 5 AM

১০ জুন - মেক্সিকো বনাম জামাইকা - 7.30 AM

১১ জুন - চিলি বনাম বলিভিয়া - 4.30 AM

advertisement

১১ জুন - আর্জেন্টিনা বনাম পানামা - 7 AM

১২ জুন - আমেরিকা বনাম প্যারাগুয়ে - 4.30 AM

১২ জুন - কলম্বিয়া বনাম কোস্টারিকা - 6.30 AM

১৩ জুন - ইকুয়েডর বনাম হাইতি - 4 AM

১৩ জুন - ব্রাজিল বনাম পেরু - 6 AM

advertisement

১৪ জুন - মেক্সিকো বনাম ভেনেজুয়েলা - 5.30 AM

১৪ জুন - উরুগুয়ে বনাম জামাইকা - 7.30 AM

১৫ জুন - চিলি বনাম পানামা - 5.30 AM

১৫ জুন - আর্জেন্টিনা বনাম বলিভিয়া - 7.30 AM

১৭ জুন - প্রথম কোয়ার্টার ফাইনাল (1A VS 2B) - 7 AM

১৮ জুন - দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল (2A VS 1B) - 5.30 AM

১৯ জুন - তৃতীয় কোয়ার্টার ফাইনাল (1D VS 2C) - 4.30 AM

১৯ জুন - চতুর্থ কোয়ার্টার ফাইনাল (2D VS 1C) - 7.30 AM

২২ জুন - প্রথম সেমিফাইনাল - 6.30 AM

২৩ জুন - দ্বিতীয় সেমিফাইনাল - 7.30 AM

২৬ জুন - তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচ - 5.30 AM

২৭ জুন - ফাইনাল - 5.30 AM

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
রাত পোহালেই শুরু আমেরিকার ফুটবল যুদ্ধ ! (ভারতীয় সময় অনুযায়ী সূচী)