TRENDING:

প্রথম শতরানে বিতর্কিত আউট লিটন,মাহি একাই ‘৮০০’, দেখুন ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই :  উসেইন বোল্ট যেভাবে ট্র্যাকে বিদ্যুত ঝলকানি দেখান মহেন্দ্র সিং ধোনি সেই একই ক্ষিপ্রতা দেখান উইকেটের পিছনে ৷ তাই তাই লাইটনিং ধোনি নাম দিয়েছেন নেটিজেনরা ৷
advertisement

এশিয়া কাপ ফাইনালেও ধোনির ক্ষিপ্রতায় প্যাভিলিয়নের রাস্তা ধরলেন শতরানকারী লিটন দাস ৷ কিন্তু লিটনের আউট নিয়ে বাংলাদেশি ফ্যানরা রেগে আগুন ৷ সোশ্যাল মিডিয়া উত্তাল ৷ ধোনির স্টাম্পিংয়ের সময় লিটনের পা অন দ্য লাইন ছিল ৷ যদিও তৃতীয় আম্পায়র লিটনের পা হাওয়ায় আছে ভেবে তাঁকে আউট দেন ৷

Photo Courtesy - Twitter

advertisement

আম্পায়ারের ‘বিতর্কিত’ সিদ্ধান্তে  ফিরে যান লিটন দাস। দলের ১৮৮ রানে কুলদীপ যাদবের বলে  ধোনির হাতে স্ট্যাম্পিং-র শিকার হন লিটন দাস। কুলদীপ যাদবের করা ইনিংসের ৪১তম ওভারের শেষ বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন লিটন দাস। কিন্তু ব্যাটে বলে হয়নি। উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি বলটি গ্রিপে নিয়েই স্ট্যাম্প ভেঙে দেন।

advertisement

ফিল্ড আম্পায়াররা সিদ্ধান্ত দিতে পারেননি। তারা তৃতীয় আম্পারের স্মরণাপন্ন হন। তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। কিন্তু টেলিভিশনে দেখে মনে হয়েছে ধোনি স্ট্যাম্প ভাঙার আগেই লাইনে লিটনের পা স্পর্শ করেছে। আর লিটনের পা মাটিতেই ছিল। অস্ট্রেলিয়ান আম্পায়ার রড টাকারের এই সিদ্ধান্তে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা তৈরি হয়েছে। ফেরার আগে ১২১ রান করেছেন লিটন দাস। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি।

advertisement

এদিকে বিতর্ক দূরে এ ম্যাচেও ধোনির পারফরম্যান্সে মজে মাহি ফ্যানরা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
প্রথম শতরানে বিতর্কিত আউট লিটন,মাহি একাই ‘৮০০’, দেখুন ভিডিও