মোহনবাগানের এজিএমে নির্বাচন কবে হবে সেই নিয়ে প্রশ্ন ওঠে। সৃঞ্জয় বোস অবিলম্বে কেন নির্বাচন নয় সেই প্রশ্ন তোলেন। বর্তমান সচিব দেবাশীষ দত্ত উত্তরে নির্বাচন আরও পরে হবে বলে জানান। দুজনেই দুজনের পক্ষে যুক্তি দিয়েছিল। তখনই আচমকা গন্ডগোল শুরু হয়। একে অপরের দিকে চেয়ার নিয়ে তেরে যান। মুহূর্তের মধ্যে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।
advertisement
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দেবাশীষ দত্ত এবং সৃঞ্জয় বসু গোষ্ঠীর মধ্যেই গন্ডগোল বাঁধে। যদিও সেই বিষয়ে মুখ খোলেননি ক্লাবের দুই কর্তা। উত্তেজনার পরিস্থিতির সময়, গন্ডগোল না করার জন্য অনুরোধ করেন দেবাশীষ দত্ত। এজিএম থেকে বেরিয়ে মোহনবাগানের এক সদস্য জানান এটা ক্লাব এটা মন্দির এইভাবে গন্ডগোল উচিত নয়।
অপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নির্বাচন সংক্রান্ত প্রশ্ন ওঠার সঙ্গে সঙ্গেই দুপক্ষের লোকজন তারা নিজেদের মধ্যে বচায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ। তখনই চেয়ার নিয়ে মারপিট উপক্রম হয়। ধাক্কাধাক্কি হয়েছে দু পক্ষের মধ্যে। এমন ঘটনা এমন ঐতিহাসিক ক্লাবের ক্ষেত্রে লজ্জার বলেই মত ফুটবল বিশেষজ্ঞদের।