গোলসংখ্যায় মেসির পরই অবস্থান হুলিয়ান আলভারেজের। সেমিফাইনালে দুই গোলসহ মোট ৪টি গোল করেছেন তিনি। এর মধ্যে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আলভারেজের দ্বিতীয় গোলটা অনেকদিন মনে থাকবে ফুটবলপ্রেমীদের। সেই তরুণকে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের চেয়েও এগিয়ে রাখছেন চিলির প্রাক্তন ফরোয়ার্ড ইভান জামোরানো।
advertisement
আর্জেন্টিনার পত্রিকা ওলেকে দেওয়া সাক্ষাৎকারে জামোরানো বলেন, সনাতন ঘরানার একজন সেন্টার ফরোয়ার্ড হিসেবে বলছি, এই সময়ের স্ট্রাইকারদের মধ্যে হুলিয়ান আলভারেজই এগিয়ে। সব জায়গাতেই ভালো খেলতে পারে সে। উইংয়ে খুবই ভাল খেলছে। নিজেদের অর্ধেও ভাল, বলা যায় প্রথম ডিফেন্ডার। বাকিদের সঙ্গে একত্র হয়ে খেলতে পারে, বুদ্ধির ব্যবহারও ভালো জানে সে।
ডান কিংবা বাঁ - দুই পায়েই সমান পারদর্শী। স্বল্প কিংবা দীর্ঘ - উভয় দূরত্বে খেলার মতো শারীরিক সক্ষমতাও আছে তাঁর। এই সব কিছুই ক্রোয়েশিয়ার বিপক্ষে তার একক প্রচেষ্টায় করা গোলে দেখেছি আমরা। ফরাসি তারকা এমবাপ্পে ও নরওয়ের তারকা হালান্ডের প্রসঙ্গে জামোরানো বলেন, হালান্ড উইংয়ে ভালো খেলে না।
আর এমবাপ্পেকে আমরা ‘নাম্বার নাইন’ হিসেবে খুব একটা সক্রিয় দেখি না। আলভারেজ সবই করে। বিশেষ করে আলভারেজ প্রয়োজনে দলের ডিফেন্সকে সাহায্য করে। তাছাড়া পেপ গার্দিওলার মতো কোচের হাতে রয়েছে ম্যানচেস্টার সিটি ক্লাবে। তাই টেকনিক্যালি অনেক উন্নত আর্জেন্টিনার এই স্ট্রাইকার।