সিনিয়র দলের জন্য নতুন নির্বাচক কমিটি তৈরিতে দেরি করছিল বোর্ড। নতুন ক্রিকেট পরামর্শদাতা কমিটি এসে নির্বাচকদের নির্বাচন করবে বলে জানা গিয়েছিল। কিন্তু সেই পরামর্শদাতা কমিটি আসার ২ মাস পরও নির্বাচক কমিটি গঠন সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত আবার চেতন শর্মাকে ফিরিয়ে এনে নির্বাচক কমিটি গঠন করল সেই অ্যাডভাইজরি কমিটি।
টিম ইন্ডিয়ার নতুন নির্বাচক কমিটি-
advertisement
১. চেতন শর্মা (চেয়ারম্যান)
২. শিব সুন্দর দাস
৩. সুব্রত ব্যানার্জী
৪. সলিল আনকোলা
৫. শ্রীধরন শরৎ
আরও পড়ুন- আজ রাজকোটে অঘোষিত ফাইনাল! লঙ্কা বধ করতে মরিয়া হার্দিকের নতুন ভারত
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের লজ্জাজনক পরাজয়ের পর টিম ইন্ডিয়াতে পরিবর্তন নিয়ে জল্পনা শুরু হয়েছিল। বিসিসিআই প্রধান নির্বাচক চেতন শর্মা সহ পুরো নির্বাচক কমিটিকে বরখাস্ত করেছিল। ১৮ নভেম্বর বোর্ডের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এশিয়া কাপ, দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে বিপর্যয়। আগের নির্বাচক কমিটির মেয়াদে টিম ইন্ডিয়া কোনও বড় সাফল্য পায়নি। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) শনিবার ঘোষণা করেছে, সুলক্ষণ নায়ক, অশোক মালহোত্রা এবং যতীন পরাঞ্জপেকে নিয়ে গঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটি ফের চেতন শর্মাদের বেছে নিয়েছে।
আরও পড়ুন- কপিল ৬৪ নট আউট, জন্মদিনে একমাত্র শুভেচ্ছা সচিনের! কোহলি, রোহিতরা সব চুপ
প্রায় ৬০০ আবেদন জমা পড়েছিল বিসিসিআই-এর কাছে। সবার যোগ্যতা বিবেচনা করার পর বিসিসিআই-এর উপদেষ্টা কমিটি এই নতুন নির্বাচক কমিটি বেছে নিয়েছে। উল্লেখ্য, চেতন শর্মা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত।